দেউচা পাচামির জমিদাতাদের জন্য বিশেষ ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর! দেওয়া হবে কনস্টেবল পদে চাকরি ও জমির পাট্টা
Connect with us

বাংলার খবর

দেউচা পাচামির জমিদাতাদের জন্য বিশেষ ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর! দেওয়া হবে কনস্টেবল পদে চাকরি ও জমির পাট্টা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেউচা পাচামির জমি অধিগ্রহণ নিয়ে রাজ্যে তৈরি হয়েছে বিতর্ক। এই প্রকল্পে জমি না দেওয়ার দাবি তুলে বিক্ষোভ ও আন্দোলনে সামিল হয়েছেন জমির মালিকরা। সিঙ্গুরের ধাঁচে সেখানেও শুরু হয়েছে জমি আন্দোলন। সোমবার দেউচা পাচামি নিয়েও বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্পে যাঁরা জমি দেবেন, সেই জমিদাতাদের প্রত্যেক পরিবার পিছু একজন সদস্যকে যোগ্যতা অনুযায়ী পুলিশের জুনিয়র এবং সিনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে। এর জন্য পুলিশে ৫ হাজার ১০০টি পদ তৈরি করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভ করেছি যে দেউচা পাচামি প্রকল্পে যাঁরা জমি দেবেন, তাঁদের পরিবারের একজন সদস্যকে যোগ্যতা অনুযায়ী পুলিশের সিনিয়র অথবা জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে। এখনও পর্যন্ত ১৩৯ জন জমি দিতে রাজি হয়েছেন। যাঁরা জমি দেবেন তাঁদের শুধুমাত্র এই সুযোগ দেওয়া হবে। যাঁরা জমি দেবেন তাঁদের পাট্টাও দেওয়া হবে।

জমির বদলে জমি এবং ক্ষতিপূরণ- দুই’ই থাকবে। তবে প্রথম পর্যায়ে আমাদের নিজেদের জমিতেই কাজ শুরু হবে। আমাদের হাতে এই মুহূর্তে এক হাজার একরের মতো জমি রয়েছে। তাই এই প্রকল্প রূপায়নের জন্য স্থানীয় ছেলেমেয়েদের সমর্থন খুবই প্রয়োজন।’ পাশাপাশি আগামী ১৬ ফেব্রুয়ারি রাজ্যে আবারও ইন্ডাস্ট্রিয়াল মিট হবে বল সোমবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হবে বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, এবার রাজ্যে ফ্রিডম মিউজিয়াম তৈরি হচ্ছে বলেও সোমবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আলিপুরে এই মিউজিয়াম তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

মাসখানেকের মধ্যেই এই মিউজিয়ামের উদ্বোধন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মিউজিয়ামের কাজ তদারকির জন্য মন্ত্রী ব্রাত্য বসু, শিল্পী শুভাপ্রসন্ন, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘সবকিছু যাতে সুন্দরভাবে হয় সেই জন্যই আমি ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন, মুখ্যসচিব এবং ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিয়েছি। ওরা গিয়ে দেখে আসবেন। দেওয়ালে সুন্দর রং হয়েছে। আমি চাই স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান দিয়েছেন যাঁরা, তাঁদের স্মরণ করে পেন্টিং করা হোক। আমি সেদিন নিজে থাকব। আমাদের অনেক পেন্টার আছেন।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.