চন্দ্রকোনায় বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ
Connect with us

দেশের খবর

চন্দ্রকোনায় বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে রাজ্যের বাকি থাকা ১০৪টি পৌরসভার নির্বাচন। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্যাপক রাজনৈতিক তোড়জোড়। জোরদার প্রচার চলছে সব রাজনৈতিক দলের। কিন্তু তার মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।

বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁদের কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। এবং তাদের অভিযোগের নিশানায় তৃণমূল। সূত্রের খবর, মঙ্গলবার বিজেপির বেশ কয়েকজন কর্মী চন্দ্রকোণা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা, ফেস্টুন লাগাতে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের বেশ কিছু কর্মী তাদের প্রচারে বাধা দেয়। প্রতিবাদ করতেই তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের মারধর করে। এক বিজেপি কর্মী গুরুতর আহত হয়ে ইতিমধ্যে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বিজেপি প্রার্থী সুদীপ কুশারী। তিনি অভিযোগ করেছেন, তাঁর সামনেই এই ঘটনা ঘটেছে। অন্যদিকে, ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপিকে। সব মিলিয়ে পুরভোটের আগে প্রচারপর্বেই চাপানউতোর তুঙ্গে তৃণমূল-বিজেপির মধ্যে।

Advertisement