বাংলার খবর
মোবাইল বিভ্রাটের জের! হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূলের কাউন্সিলর-চেয়ারম্যান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মোবাইল ফোন বিপত্তি। আর তাতেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন খোদ কাউন্সিলর এবং চেয়ারম্যান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ পুরসভায়।
জানা গিয়েছে, চেয়ারম্যানের সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে ফোন সুইচ অফ হয়ে যাওয়ায় পুরসভার স্বর্ণজয়ন্তী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অভিজিৎ সাহার বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়ে পুরসভার সরকারি আধিকারিক রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনায় আহত রায়গঞ্জ পুরসভার স্বর্ণজয়ন্তী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার আনন্দ মৈত্র পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অভিজিৎ সাহার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: রাজ্যপালের বাজেট ভাষণে বাধা দেওয়ার অভিযোগ, বিজেপির দুই বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার
যদিও তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অভিজিৎ সাহা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর,
মঙ্গলবার রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান একটি বিশেষ কাজের জন্য ফোন করেছিলেন পুরসভার স্বর্ণজয়ন্তী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার আনন্দ মৈত্রকে। ফোনে কথা বলতে বলতে আনন্দ বাবুর মোবাইলটি সুইচ অফ হয়ে যায়। এই ঘটনা নিয়ে পুরসভার স্বর্ণজয়ন্তী বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল অভিজিৎ সাহা পরবর্তীকালে পুরসভায় এক মিটিং চলাকালীন প্রথমে আনন্দ মৈত্রকে গালাগালি এবং পরে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। পুরসভার অন্যান্য কর্মীরাই প্রহৃত আনন্দ মৈত্রকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
আরও পড়ুন: মমতার উন্নয়ন যজ্ঞে সামিল হতে চেয়ে পদ্ম ছেঁড়ে ঘাসফুলে নাম লেখালেন ১২ নেতাকর্মী
আনন্দ বাবু এই ঘটনা নিয়ে চেয়ারম্যান ইন কাউন্সিল অভিজিৎ সাহার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। যদিও মারধর করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে অভিজিৎ বাবু পাল্টা আনন্দ মৈত্রের বিরুদ্ধে স্বর্ণজয়ন্তী বিভাগের টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ পুরসভায়।