ডাকাতিতে বাধা, সিভিক ভলেন্টিয়ারকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ
Connect with us

বাংলার খবর

ডাকাতিতে বাধা, সিভিক ভলেন্টিয়ারকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রস নিউজ: ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ারকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছিনতাইকারীদের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত সিভিক ভলেন্টিয়ার মোঃ শহিদুর রহমান(৩০) চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর বাড়ি কালিয়াচক থানার কাশিমনগর মন্ডল পাড়া এলাকায়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বুধবার রাতেও নওদা যদুপুর এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিউটি করছিলেন আহত ঐ সিভিক ভলেয়ন্টিয়ার। সেইসময় গভীর রাতে ৭ থেকে ৮ জন দুষ্কৃতী মুখঢাকা অবস্থায় এসে ব্যাংকে ছিনতাইয়ের চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় কর্মরত ওই ভলেন্টিয়ার বাধা দিতে গেলে তাঁকে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয়।

ঘটনায় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে ভোররাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই সিভিক ভলেন্টিয়ার। এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Advertisement

আরও পড়ুন: সেবক করোনেশন সেতুতে বিস্ফোরণ, হইচই সোশ্যাল মিডিয়ায়

অন্যদিকে, ইট বোঝাই মেশিন ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক মোটরসাইকেল চালকের। বৃহস্পতিবার মেচেদা হলদিয়া রাজ্য সড়কের তমলুক থানার কাঁকটিয়া বাজারে কাছে তমলুক থেকে মেচেদা যাওয়ার সময় একটি ইটবোঝাই মেশিন ভ্যান ধাক্কা মারে মোটর সাইকেল আরোহীকে। ঘটনাস্থলেই মারা যান ওই মোটর সাইকেল-আরোহী। মৃত মোটরসাইকেল আরোহী নাম বিশ্বজিৎ চক্রবর্তী। আনুমানিক বয়স ৪২ বছর। এদিকে এই ঘটনার পর উত্তেজিত জনতা মৃতদেহ রাস্তার উপর রেখে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন। ঘটনাস্থলে তমলুক থানার আইসি এবং শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও ছিলেন। উত্তেজিত জনতাকে বোঝানোর পর অবরোধ তুলে নেয়। ঘাতক ইটবোঝাই মেশিন ভ্যানের চালকে আটক করেছে তমলুক থানার পুলিশ।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের

Advertisement

এদিকে অবশেষে কিশোর খুনের মূল অভিযুক্তকে গ্রেফতার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। উল্লেখ্য, চলতি মাসে ২০ তারিখে মুর্শিদাবাদের ফরাক্কার জিগরি মোড় এলাকায় লিচু বাগান থেকে রামিজ সেখ নামে (১৪) এক কিশোরের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছিলো পুলিশ। আর সেই ঘটনার তদন্ত নেমে চলতি মাসে ২২ তারিখে সামশেরগঞ্জের নতুন মালঞ্চা থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছিল। বুধবার সুতির অজগরপাড়া থেকে রামিজ খুনের মূল অভিযুক্ত সুলতান সেখকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে সুলতানকে ১০ দিনের জেল হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায়। রামিজের পরিবার খুনিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.