বাংলার খবর
Big Breaking:AIIMS-এর চাকরিতে দুর্নীতি, নীলাদ্রি শেখর দানার দুয়ারে CID

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: AIIMS-এর বেআইনি নিয়োগের অভিযোগ, আজ বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ CID-র। বাঁকুড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে CID-এর ৪ আধিকারিক।
বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা কীভাবে চাকরি পেয়েছেন তা জানতে শুক্রবার বাঁকুড়ায় নীলাদ্রি শেখরের বাড়ি যাচ্ছেন সিআইডি আধিকারিকরা। এছাড়াও তিনি কত টাকা বেতন পান তাও জানার চেষ্টা করবেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। গোটা বক্তব্যের ভিডিয়োগ্রাফও করা হবে বলে জানা গিয়েছে।
কল্যাণী AIIMS-এ বেআইনি নিয়োগের অভিযোগে চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেছেন CID অফিসাররা। শুক্রবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে এই মামলাতেই জিজ্ঞাসাবাদ করার কথা CID-র। জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আগেই CID নোটিশ পাঠিয়েছে। AIIMS-এর বেআইনি ভাবে নিয়োগের অভিযোগে তদন্ত শুরু করেছে CID।
আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সের ভিতরে সাদা কাপড়ে মোড়া রোগী, নাকা চেকিং-এ কুকীর্তি ফাঁস করল পুলিশ
জানা গিয়েছে, বিজেপি-র বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় প্রথম এই অভিযোগ সামনে আনেন। গত মে মাসে তিনি এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি ই-মেল পাঠিয়েছিলেন। সেখানেই চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার নাম উল্লেখ করা হয়েছিল।
আরও পড়ুন: Big Breaking:AIIMS-এর চাকরিতে দুর্নীতির অভিযোগ, CID জেরার মুখে বিধায়ক কন্যা
পরে মুর্শিবাদের এক বাসিন্দা কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামও রয়েছে এফআইআরের তালিকায়।