দেশের খবর
তৃণমূলে আলেমাও চার্চিল! কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপি বিরোধী ভোট ঐক্যবদ্ধ করার ডাক মমতার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোয়ায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে তৃণমূল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল ও তাঁর কন্যা ভালাঙ্কা।
সোমবার বেনাউলিমে এক জনসভায় তাঁদের হাতে পাতাকা তুলে দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফেলেইরো। সামনের বছরে গোয়ায় বিধানসভা ভোট রয়েছে। তার আগেই ঘর গোছানোর কাজে অনেকটাই এগিয়ে গিয়েছে তৃণমূল। এর আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো, কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ, কংগ্রেস নেত্রী নাফিসা আলির মতো ব্যক্তিত্বরাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার আলেমাও চার্চিলের মতো ব্যক্তিত্ব যোগ দেওয়ায় গোয়ায় তৃণমূলের শক্তি অনেকটাই বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। কয়েকদিন আগেই চার্চিল কলকাতায় আসার পরই তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা উজ্জ্বল হয়েছিল।
তবে এর আগেও ২০১৪ সালে তৃণমূলের হয়ে গোয়া বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন চার্চিল। সে বার তিনি হেরে গিয়েছিলেন। এর পর তৃণমূল ছেড়ে তিনি যোগ দেন শরদ পওয়ারের এনসিপি-তে। সোমবার আবার তিনি এনসিপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখার কথা পরিষ্কার জানিয়ে দিলেও গোয়া সফরের প্রথম দিনেই আবারও বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোটের পক্ষে সওয়াল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহৎ বিজেপি বিরোধী সমস্ত ভোটকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়ে তৃণমূল নেত্রী বলেছেন, ‘আমি ভোট ভাগাভাগি করতে আসিনি।
আমি ভোট ঐক্যবদ্ধ করতে এসেছি। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের জোটকে জেতাতে এসেছি।’ গোটা দেশেই বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তৃণমূলই যে একমাত্র শক্তি তা এদিনের সভায থেকে আরও একবার জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘বিজেপির বিকল্প শক্তি হতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলী জোট। যদি কেউ আমাদের সমর্থন করতে চায়, তাহলে সেই সিদ্ধান্ত তাদের উপর। আমাদের তো সিদ্ধান্ত হয়ে গিয়েছি। যদি কেউ এই জোটের সঙ্গে আসতে চায়, তাদের স্বাগত। লড়াই হবে, কিন্তু কোনওভাবেই লড়াইয়ের ময়দান ছেড়ে দেওয়া হবে না।’ এদিন আবারও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসকে কটাক্ষ ছাড়েননি তৃণমূল সুপ্রিমো। এবং আরও একবার জানিয়ে দিয়েছেন তিনি গোয়ার মুখ্যমন্ত্রী হতে আসেননি। বলেছেন, ‘আমি আপনাদের ভাষা জানি।
আমি মুখ্যমন্ত্রী হতে এখানে আসিনি। আমরা লড়লে পুরোপুরি লড়ি। অর্ধেক লড়াইয়ে বিশ্বাস করি না। বাংলার মতো এবার গোয়াতেও খেলা হবে। গোয়ায় সরকার গড়লে আমরা ছ’মাসের মধ্যে উন্নয়ন হব। আমি নিজে এসে দেখব, বাংলার মতো গোয়ার উন্নয়ন যাতে নিশ্চিত হয়।’ সভায় উপস্থিত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল কখনও মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রত্যেকটা তিনি রক্ষা করেছেন। গোয়াতেও আমাদের একটা সুযোগ দিন। এত বছর ধরে ক্ষমতায় থাকার পরও বিজেপি গোয়ার সেইভাবে উন্নয়ন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিশ্রুতি দিয়েছেন, তখন বাংলার মতো গোয়াতেও উন্নয়ন হবে। মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া এবং বিভাজনের রাজনীতি করা বিজেপির কাজ। কিন্তু তৃণমূল মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। যা প্রতিশ্রুতি দেয় তা পালন করে। তাই গোটা দেশে এই মুহূর্তে বিজেপির একমাত্র বিকল্প তৃণমূল।’