অস্কার প্রদান অনুষ্ঠানের সঞ্চালক খেলেন চর
Connect with us

আন্তর্জাতিক

অস্কার প্রদান অনুষ্ঠানের সঞ্চালক খেলেন চর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারির জন্য থমকে গিয়েছিল সারাবিশ্ব এবং সারা বিশ্বের মানুষের আমোদ প্রমোদ। বন্ধ হয়ে গিয়েছিল স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্বের সমস্ত অফিস আদালত থেকে শুরু করে মানুষও ঘরে বন্দি হয়ে গিয়েছিল। এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতেই সারা বিশ্বের মানুষ গতি ফিরে পেতে শুরু করেছে। সেই করোনা অতিমারির জন্য প্রায় দুই বছর বন্ধ ছিল অস্কার প্রদান ।

করোনা অতিমারির ধাক্কা কাটিয়ে অবশেষে ফের বসেছিল ৯৪ তম অস্কার প্রদান মঞ্চ। কিন্তু সেই অস্কার প্রদান মঞ্চ এবারে কিছু বিতর্কের জন্ম দিল। অস্কার প্রদানের মঞ্চে বিভিন্ন বিশিষ্ট জনের তাদের ভাসনে আফগানিস্থানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আবার কেউ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের নিন্দা করেন।

আরও পড়ুন: তালিবানের নয়া ফরমান, পুরুষসঙ্গী বিনা মিলবে না বিমান সফরের অনুমতি

Advertisement

এই মঞ্চে বিশেষ সম্মান জানানো হয়েছে পরিচালক ফ্রান্সিস ফোড কাপোলার ছবি গড ফাদারের ৫০ বর্ষ পূর্তির জন্য। সেরা ছবির জন্য লড়াই হয়েছিল ১০ টি ছবির মধ্যে। তার মধ্যে অস্কারের জন্য মনোনীত হয়েছ “কোডা”। সেরা অভিনেতা নির্বাচিত হয়েছে উইল স্মিথ [ কিং রিচারড]। সেরা সহ অভিনেতা হয়েছেন ট্রয় কোটসুর [কোডা]।

আরও পড়ুন: এখনও কেন দখলে এলো না ইউক্রেন! পুতিনের প্রশ্ন শুনেই হার্টফেল প্রতিরক্ষামন্ত্রীর

সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জেসিকা চেস্টিন [ দ্য আই অফ টেমি ফে ]। সেরা সহ অভিনেত্রী আরিনা ডিবোস, ছবি ওয়েস্ট সাইড স্টোরি। দ্য পাওয়ার অফ ডগ ছবির জন্য সেনা পরিচালক জেনে ক্যাম্পপিয়ন। সেরা ছবি নির্বাচিত হয়েছে কোডা এবং সেরা বিদেশি ছবি নির্বাচিত হয়েছে জাপানি ছবি ড্রাইভ মাই কার। এই অনুস্থানে সঞ্চালনা করছিলেন বিশিষ্ঠ কমেডিয়ান ক্রিস রক। তিনি সঞ্চালনা করার সময় উইল স্মিথ এর স্ত্রী জাডা পিঙ্কেড কে নিয়ে কিছু রসিকতা করে বসেন। এরপরেই মঞ্চের সঞ্চালক কে সপাটে চর মারেন এবং নিজের যায়গায় এসে বসেন উইল স্মিথ। যা দেখে রীতিমত অবাক হয়ে জান। এরপর উইল স্মিথ যখন সেরা ুঅভিনেতার পুরষ্কার নেওয়ার সময় বোঝা যায় ওই চর মারার ঘটনা সাজানো ছিল। 

Advertisement
Continue Reading
Advertisement