স্কুল না ট্রেনের কামরা, অভিনব উদ্যোগ চোপড়ায়
Connect with us

বাংলার খবর

স্কুল না ট্রেনের কামরা, অভিনব উদ্যোগ চোপড়ায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রাথমিক বিদ্যালয়কে আস্ত একটা ট্রেনে পরিণত করল স্কুল কতৃপক্ষ। এই অভিনব উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছে স্থানীয়রা। এমনি চিত্র ধরা পরল উত্তর দিনাজপুরএর চোপড়া ব্লকের দোলুয়া স্বরসতী প্রাথমিক বিদ্যালয়ে।

আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে প্ল্যাটফর্মে আস্ত একটি ট্রেন থমকে আছে বা ছুটছে। বাস্তবে এটি চোপড়া ব্লকের একটি প্রাইমারি স্কুল। কচিকাঁচাদের মন টানতেই প্রত্যন্ত গ্রামীণ এলাকার একটি প্রাইমারি স্কুলের চারটি ক্লাসরুম ট্রেনের কামরার আদলে সাজিয়ে তোলা হয়েছে। করোনা আবহে অনেকদিন স্কুল বন্ধ ছিল। আপাতত গরমের ছুটি চলছে। টানা স্কুল ছুটি থাকায় পড়ুয়াদের উপস্থিতি ইতিমধ্যে কমছে। গরমের ছুটির পর পড়ুয়াদের স্কুলে আনতেই শিক্ষকদের অভিনব ভাবনায় স্কুল সাজতে শুরু করেছে।

স্কুল কতৃপক্ষ সূত্রে জানা গেছে, করোনার আবহের কারণে বহু পড়ুয়ারা স্কুলছুট হয়ে গেছে। মাঝখানে আবার রাজ্য সরকারের নির্দেশে ১ মাস গরমের ছুটি। ফলে পড়ুয়াদের স্কুলমুখি করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে বহু স্কুল। তাই সমস্ত রকম চিন্তা ভাবনার কথা মাথায় রেখে এবার এক অভিনব উদ্যোগ নেন স্কুল কতৃপক্ষ। পড়ুয়াদের স্কুল মুখি করতে স্কুলকেই রঙ তুলির মাধ্যমে এক আস্ত ট্রেনে পরিণত করা হয়েছে বিদ্যালয়কে। পড়ুয়াদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি বিদ্যালয় কতৃপক্ষের।

Advertisement

এই দৃশ্য দেখে পড়ুয়ারা স্কুল মুখি হবে বলে আশাবাদী স্কুল কতৃপক্ষরা। অন্যদিকে, স্হানীয় বাসিন্দারা স্কুল কতৃপক্ষের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। স্কুলের এই দৃশ্য দেখে পড়ুয়ারা স্কুলে আসবে বলে স্হানীয়রা বাসিন্দারাও আশাবাদী। তার পাশাপাশি স্হানীয় ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

 

Advertisement