মহানগর
চিত্তরঞ্জন সেবা সদনের দুই সহকারি সুপার, ৩০ চিকিৎসক-সহ ৩৬ জন করোনা আক্রান্ত!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাজ্যে চিকিৎসকদের করোনায় আক্রান্ত হওয়া অব্যাহত। এবার করোনায় আক্রান্ত হলেন হাজরা চিত্তরঞ্জন সেবা সদনের, দুই সহকারি সুপার, স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসক-সহ মোট ৩৬ জন!
আক্রান্ত এই ৩৬ জনের মধ্যে দু’জন সহকারী সুপার ছাড়াও রয়েছেন তিনজন স্বাস্থ্য কর্মী এবং একজন অফিস স্টাফ। বাকি ৩০ জন চিকিৎসক। হাসপাতালের অধ্যক্ষ আশিস মুখোপাধ্যায় জানিয়েছেন, ৩০ জন চিকিৎসকের মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতেই আইসোলেশনে আছেন। ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজেও হানা দিয়েছে করোনা। অধ্যক্ষ-সহ বেশ কয়েকজন চিকিৎসকের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানা গিয়েছে। দু’দিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অজয় রায়।
রবিবার সেখানকারও কয়েকজন চিকিৎসকের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ আরও কয়েকজন চিকিৎসক এবং বিভাগীয় প্রধানের করোনা রিপোর্ট সোমবার আসার কথা রয়েছে। তবে এর জন্য হাসপাতালে চিকিৎসা পরিষেবায় কোনরকম ব্যাঘাত ঘটবে না বলেই আশ্বস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলে জানানো হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর।