আন্তর্জাতিক
প্রবাসী ভারতীয়দের জন্য সুখবর, ২ বছর পর খুলছে চিনের দরজা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার কাঁটায় দু’বছর ধরে বিধ্বস্ত অবস্থা গোটা বিশ্বের। অতিমারির দাপট কাটিয়ে ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জনজীবন। খুলে গিয়েছে অফিস-কাছাড়ি, স্কুল,কলেজ সবকিছু।
এই অবস্থায় প্রবাসী ভারতীয়দের জন্য রয়েছে সুখবর। দীর্ঘ দু’বছর পর ভারতীয় পড়ুয়া, ব্যবসায়ীদের জন্য খুলে দেওয়া হচ্ছে চিনের দরজা। চিনা দূতাবাস সূত্রে খবর, করোনা অতিমারির কারণে সংক্রমণ মোকাবিলায় গত ২ বছর ধরে বন্ধ রাখা হয়েছিল আন্তর্জাতিক সীমান্ত। দেশের বাইরে ঘুরতে যাওয়ার উপর যেমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তেমনই নিষেধ আরোপ ছিল বাইরের দেশ থেকে চিনে প্রবেশের ক্ষেত্রেও। ব্যাতিক্রম ছিল না ভারতও।
চিনা প্রশাসন সূত্রে খবর, বর্তমানে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় ভারতীয়দের জন্য পুনরায় চিনা ভিসা চালু করার তোরজোড় শুরু করা হয়েছে। খুব শীঘ্রই ভারতীয়দের জন্য চালু করে দেওয়া হবে এই ভিসা। যার ফলে স্বস্তি পাবেন ২০২০ সালের পর থেকে ভারতে থাকা অন্তত ১০০ জন পড়ুয়া। যারা চিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। এবার থেকে তাঁরাও সশরীরে পঠনপাঠনে অংশগ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন: দেশে বিদ্যুতের আকাল, অপচয় রুখতে শনি-রবি সরকারি ছুটি ঘোষণা করল পাকিস্তান
জানা গিয়েছে, গত মাসেই চিনে থাকা বেশ কয়েকজন ভারতীয় ব্যবসায়ী বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ভারতে আটকে থাকা তাঁদের পরিবারগুলিকে চিনে ফিরে আসার অনুমতি দেওয়ার জন্য বেজিংকে চাপ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।
আরও পড়ুন: মোড়কে নয়, সিগারেটের গায়ে লেখা থাকবে সতর্কীকরণ! অভিনব উদ্যোগ এই দেশের
ভারতীয়দের পাশাপাশি, নয়াদিল্লিতে চিনা দূতাবাস বলেছে যে, চিনা নাগরিকদের পরিবারের সদস্য এবং চিনে স্থায়ী বসবাসের অনুমতি আছে এমন বিদেশিরা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চিনে যাচ্ছেন বা আত্মীয়দের সঙ্গে দেখা করতে ভিসার জন্য আবেদন করতে পারবেন।