ভাইরাল
মিথ্যা প্রচারে পাকিস্তানের সুরে গাইছে চিন! ভারতের ব্লক তালিকায় গ্লোবাল টাইমস

চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ (Global Times) পাকিস্তানের হয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে এবার ভারতের রাডারে। বহুদিন ধরেই ভুয়ো খবর ও অপপ্রচারের অভিযোগে সমালোচিত হয়ে আসা এই সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল দিল্লি। বুধবার (৭ মে), ভারতের কেন্দ্রীয় সরকার চিনের ‘গ্লোবাল টাইমস’-এর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডল ভারতে ব্লক করে দেয়। শুধু চিনই নয়, তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম TRT World-এর এক্স হ্যান্ডলও একই ভাগ্যবরণ করেছে।
যদিও এখনও পর্যন্ত গ্লোবাল টাইমস ও TRT World-এর মূল ওয়েবসাইট ভারতে অ্যাক্সেসযোগ্য, তবে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডল ব্লক করাটা ভারতের তরফে একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছে কূটনৈতিক মহল।
আরও পড়ুন – বালোচিস্তানের ইতিহাসে প্রথম: হিন্দু নারী কশিশ চৌধুরী হলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার
বিতর্কের সূত্রপাত: মিথ্যা দাবি ও পুরনো ছবি
পুরো বিতর্কের সূচনা ২০২১ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে। পাঞ্জাবে ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছিল। এই ছবি সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’ সফলভাবে সম্পন্ন করার পরে গ্লোবাল টাইমস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং দাবি করে, পাকিস্তানি সেনাবাহিনী ভারতের এই বিমান গুলি করে নামিয়েছে।
এই ভুয়ো দাবির সঙ্গে পুরনো ছবি জুড়ে মিথ্যা প্রচারের চেষ্টা ভারত সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করে। ভারতের মতে, এ ধরনের পোস্ট শুধু ভিত্তিহীনই নয়, বরং প্রতিবেশী দেশের হয়ে অপপ্রচার চালানো ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পরিকল্পিত প্রচেষ্টা।
ভারতের পাল্টা জবাব
এই ঘটনার পর ৭ মে চিনে অবস্থিত ভারতীয় দূতাবাস তাদের এক্স হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে গ্লোবাল টাইমসকে সরাসরি ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে জানানো হয়, পাকিস্তানি সোশ্যাল মিডিয়া থেকে ছড়ানো ভিত্তিহীন দাবি ও ছবি গ্লোবাল টাইমস বিনা যাচাইয়ে প্রচার করেছে, যা সাংবাদিকতার নৈতিকতার সঙ্গে খাপ খায় না।
অরুণাচল প্রসঙ্গেও চিনকে কড়া বার্তা
ভারত-পাক উত্তেজনার আবহেই এবার অরুণাচল প্রদেশ নিয়ে চিন ফের আগ্রাসী মনোভাব দেখাতে শুরু করেছে। চিন সেখানে কিছু এলাকা নামান্তর করার চেষ্টা করলে ভারত তা তীব্রভাবে নিন্দা করে এবং জানিয়ে দেয়, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই প্রেক্ষাপটে গ্লোবাল টাইমসের বিরুদ্ধে ভারতের এই পদক্ষেপ রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।