আন্তর্জাতিক
মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণপশ্চিম চিন, বন্যার বলি ১২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একে করোনায় রক্ষে নেই তার উপর প্রবল বন্যা! আকস্মিক বৃষ্টির ফলে চিনের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবল বন্যা দেখা দিয়েছে। যারফলে এখনও পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। নিখোঁজ রয়েছেন বহু। জলের তোড়ের কারণে ঘরবাড়ি ছাড়তে হয়েছে হাজারের উপরের বাসিন্দাদের।
সূত্রের খবর, চিনের ‘CGTN’ মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশ। এই অঞ্চলে বন্যার কারণে ৬ জন মারা গিয়েছেন এবং এখনও ১২ জন নিখোঁজ রয়েছে। শনিবার পর্যন্ত বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এই এলাকার ১৩০০ বাসিন্দা।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট, বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হল হিন্দুদের বাড়ি
আরও জানা গিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর লংনান শহরে আরও ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং ৩,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় গত ২ দিনে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৯৮.৯ মিলিমিটার যা জুলাইয়ের গড় বৃষ্টি থেকে প্রায় দ্বিগুণ। পূর্ব ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাই শহর সহ দেশের কিছু অংশে তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি হয়েছে। গত সপ্তাহে তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত বেড়েছে।
আরও পড়ুন: মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, মৃত ৪, নিহত ২
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের আবহাওয়ার ঘটনা ঘটছে। উষ্ণ বায়ু আরও জল সঞ্চয় করতে পারে, এটি বাতাসে বড় মেঘ তৈরির দিকে পরিচালিত করে। এদিকে চিনে ফের নতুন করে মাথা চাড়া দিচ্ছে কোভিড পরিস্থিতি। এই অবস্থায় আবার বন্যা শুরু হওয়ায় অর্থনৈতিক দুর্দশা বাড়বে বৈকি কমবে না বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।