আন্তর্জাতিক
অবতরণের সময় দুর্ঘটনা! ১৩৩ জন যাত্রী নিয়ে চিনে ভেঙে পড়ল বোয়িং-৭৩৭

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবতরণের সময় দুর্ঘটনা। ১৩৩ জন যাত্রী নিয়ে চিনে ভেঙে পড়ল চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। সূত্রের খবর, মোট ১৩৩ জন যাত্রী নিয়ে ৭৩৭ বোয়িং বিমানটি কুন্মিং থেকে গুয়ানঝুং-এর (Kunming to Guangzhou) উদ্দেশ্যে রওনা হয়েছিল। আচমকা গুয়ানঝুং-এর একটি পার্বত্য এলাকায় বিমানটি ভেঙে পড়ে। এই ঘটনায় বিমানে থাকা কোনও যাত্রীর হদিশ মেলেনি।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিমানে থাকা ১৩৩ জন যাত্রীই প্রাণ হারিয়েছেন। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে যাত্রীদের দ্রুত উদ্ধারের কাজ শুরু হয়েছে। এদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে যে, স্থানীয় সময় রবিবার রাত ১১টার সময় কুন্মিং থেকে গুয়ানঝুং-এর উদ্দেশ্যে রওনা হয়েছিল বোয়িং ৭৩৭ বিমানটি। সোমবার স্থানীয় সময় দুপুর ২টো ২২ মিনিট নাগাদ বিমানটির অবতরণের কথা ছিল।
আরও পড়ুন: দিল্লি থেকে ছেড়ে দোহাগামী বিমান গেল করাচি
জানা গিয়েছে, অবতরণের কিছুক্ষণ আগেই গুয়ানঝুং-এর একটি পার্বত্য এলাকায় পাহাড়ের উপর প্রায় ৩,২২৫ ফুট উচ্চতা থেকে নীচে ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনায় মনে করা হচ্ছে বিমানে থাকা সমস্ত যাত্রীরাই হয়তো মারা গিয়েছেন। এদিকে, সারাবিশ্বে সবথেকে বেশি নিরাপদ বিমান পরিষেবা দেয় চিন। আর সেই চিনেই বিমান ভেঙ্গে পড়ার বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: যুদ্ধ থামাচ্ছে না রাশিয়া, তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় জেলেনস্কি
প্রসঙ্গত, এর আগে চিনে ২০১০ সালে বড় বিমান দুর্ঘটনা হয়েছিল। সেই সময় হেনান এয়ারলাইন্সের জেট-ই১৯০ বিমানটি ৯৬ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছিল। তবে সেই দুর্ঘটনায় বিমানে থাকা ৯৬ জন যাত্রীর মধ্যে ৪৪ জন প্রাণ হারালেও বাকিরা আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>A China Eastern Airlines Boeing 737-800 operating flight MU5735 has reportedly crashed near Wuzhou in southern China. Initial reports say 133 onboard.<a href=”https://t.co/iipgQYGkhK”>pic.twitter.com/iipgQYGkhK</a></p>— WLVN Analysis🔍 (@TheLegateIN) <a href=”https://twitter.com/TheLegateIN/status/1505820283734994947?ref_src=twsrc%5Etfw”>March 21, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>