বাংলার খবর
আলিপুর চিড়িয়াখানায় খাঁচা থেকে পালাল শিম্পাঞ্জি! বাগে আনতে ঘুমপাড়ানি গুলি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার সাত সকালেই আলিপুর চিড়িয়াখানায় তুমুল কাণ্ড। আচমকাই খাঁচা থেকে বেরিয়ে এল ‘বুড়ি’! চিড়িয়াখানার এক শিম্পাঞ্জির নাম বুড়ি। খাঁচা থেকে বেরিয়েই গোটা চিড়িয়াখানায় আপন মেজাজে ঘুরে বেড়ালো বুড়ি। উল্কা গতিতে এই খবর ছড়িয়ে পড়তেই হইহই পড়ে যায় আলিপুর চিড়িয়াখানায়। সুযোগ পেয়ে শিম্পাঞ্জিটি চিড়িয়াখানার বাইরে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করে। তাকে আটকাতে চিড়িয়াখানার মেন গেট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু, তাতেও আয়ত্তে আনা সম্ভব হচ্ছিল না শিম্পাঞ্জিটিকে। শেষ পর্যন্ত অনেক কাল ঘাম ছুটিয়ে তাকে বাগে আনতে ঘুমপাড়ানি গুলি করা হয়। তারপর তাকে আবার খাঁচায় ফেরত পাঠানো হয়। সেই সময় চিড়িয়াখানার ভিতরে কোনও পর্যটক না থাকায়, বড় কোনও ঘটনা ঘটেনি।
কী করে ওই শিম্পাঞ্জিটি খাঁচা খুলে বেরিয়ে এল, তা এখনও অস্পষ্ট। চিড়িয়াখানা কর্তৃপক্ষ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। শিম্পাঞ্জিটির দেখভালের দায়িত্বে থাকা কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর নজর এড়িয়ে কী ভাবে শিম্পাঞ্জিটি এনক্লোজার ছেড়ে বেরিয়ে এল, তা নিয়েও প্রশ্ন উঠছে।
জানা গিয়েছে, সকালে শিম্পাঞ্জিটিকে খাবার দিতে গিয়েছিলেন চিড়িয়াখানার এক কর্মী। তখনই দরজা খোলা পেয়ে সে খাঁচা থেকে চম্পট দেয়। চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, দিন ১২ আগেও ‘বুড়ি’ নামের এই শিম্পাঞ্জিটি খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল।