বাংলার খবর
সাপে কাটা শিশু নিয়ে ওঝার কাছে, গ্রামবাসীকে সচেতনতার পাঠ দিতে আসরে যুক্তিবাদী সমিতি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও দূর হল না অন্ধবিশ্বাস আর কুসংস্কার। যার ফলে বুজরুকিতে সময় নষ্ট করে অকালে ঝড়ে গেল একটি প্রাণ।
সাপের কামড়ে ওঝার বুজিরুকিতে সময় নষ্ট করে শিশুর মৃত্যুর ঘটনায় মাঠে নামল যুক্তিবাদী সমিতি। গ্রামে গিয়ে সাপের কামড়ের সাইন সিম্পটম বোঝালেন যুক্তিবাদীরা।
সাপের কামড়ের পর ওঝার বুজিরুকিতে সময় নষ্ট, আর তাতেই মাত্র চার বছর বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সঞ্জয় হাঁসদা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। সাপের কামড়ালে ওঝা, গুনিন নয় রোগীকে দ্রুত নিয়ে যেতে হবে হাসপাতালে এই বার্তা দিতে এবার সঞ্জয় হাঁসদার গ্রামে সচেতনতা শিবির করল যুক্তিবাদী সমিতি।
আরও পড়ুন: সামনেই ২১ শে জুলাই, জেলায় জেলায় প্রস্তুতি শুরু তৃণমূলের
গত ৩১ জুন বাঁকুড়ার ইন্দাস থানার বনকী গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপ কামড় দেয় চার বছর বয়সী সঞ্জয় হাঁসদাকে। তারপর শরীর অসুস্থ হলেও পরিবারের লোকজন বুঝতে পারেনি তাকে সাপে কামড় দিয়েছে।
অসুস্থতা কাটাতে সঞ্জয়কে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। ওঝা সঞ্জয়ের কপালে সিঁদূর টিপ দিয়ে ওইদিন সন্ধ্যায় ফের তাঁর কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যেতে বলেন। ওইদিন দুপুরের পর সঞ্জয়ের অবস্থা খারাপ হতে শুরু করলে পরিবারের লোকজন সঞ্জয়কে স্থানীয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই মারা যায় সঞ্জয়।
সাপের কামড়ের উপসর্গ না জানায়, ওঝার উপর অন্ধবিশ্বাস এসবের কারনেই সঞ্জয়ের মৃত্যু হয়েছে। এ কথা জানতে পেরে একযোগে আসরে নামে স্থানীয় ব্লক প্রশাসন, ব্লক স্বাস্থ্য দফতর ও যুক্তিবাদী সমিতি।
শনিবার তাঁরা বনকী গ্রামে গিয়ে এলাকার মানুষকে সাপের কামড়ের বিভিন্ন সাইন সিম্পটম, সাপের কামড়ের হাত থেকে বাঁচার উপায় এবং রোগ অসুখ বা সাপের কামড়ের ক্ষেত্রে ওঝা গুনিনের উপর ভরসা না করে রোগীকে যত দ্রুত সম্ভব স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন: নাবালিকা ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, কাঠগড়ায় স্কুল শিক্ষক
রীতিমত প্রোজেক্টারের মাধ্যমে গ্রামবাসীদের বোঝানো হয় যেকোনো রোগ অসুখ সারানোর ক্ষেত্রে ওঝা গুনিনদের বুজিরুকি। বোঝানো হয় ওঝার কাছে না নিয়ে গিয়ে সঞ্জয়কে সময়মতো হাসপাতালে নিয়ে গেলে কেন সঞ্জয়কে এভাবে প্রাণ হারাতে হত না। স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিক, ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিক ও যুক্তিবাদী সমিতির এই মিলিত প্রয়াসে কিছুটা হলেও ওঝার প্রতি ওই গ্রামের মানুষের অন্ধবিশ্বাস কাটে।