বাংলার খবর
রাজ্যে দায়ের হওয়া পুরনো মামলার প্রসঙ্গ টেনে নুপুর শর্মাকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিজেপির মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে উত্তাল গোটা দেশ। যা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে হাওড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় অবরোধ শুরু হয়েছে। সেই অবরোধের জেরে জাতীয় সড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়ার পাশাপাশি হাজার হাজার মানুষ চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন। বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে এই নিয়ে নুপুর শর্মা-সহ বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করে তাদের অবিলম্বে গ্রেফতার করা উচিত বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, যিনি এই ধরনের মন্তব্য করেছেন তাকে ওরা সরিয়ে দিয়েছে। কিন্তু গ্রেফতার করেনি। আমাদের রাজ্যে যদি কেউ এই রকম কোনও উস্কানিমূলক মন্তব্য করত, তাহলে আমি তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করতাম। এদের সকলের তিহার জেলে জায়গা হওয়া উচিত।’ এরপরই অতীতের ঘটনার প্রসঙ্গ টেনে নুপুর শর্মাকে কার্যত হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। নুপুরের বিরুদ্ধে অতীতে রাজ্যে দায়ের হওয়া মামলা আবারও নতুন করে খোলার হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘বছর তিনেক আগে বসিরহাটে যখন একটা গণ্ডগোল হচ্ছিল, তখন ওই মহিলা (নুপুর শর্মা) মহিলাদের শাড়ি ধরে টানাটানি করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। পরে জানা যায় এটি বাংলাদেশের একটি ঘটনার ছবি। তখন আমাদের পুলিশ কমিশনার ছিল রাজীব কুমার। ওঁর বিরুদ্ধে ভুয়ো ছবি ব্যবহার করে উস্কানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। তখন অরুণ জেটলি আমাকে ফোন করে ওঁর বিরুদ্ধে মামলাটি তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তাঁর অনুরোধে আমরা আর কোনও ব্যবস্থা নিইনি। অরুণ জেটলি আজ বেঁচে নেই। তাই এখন আমি সেটা প্রমাণ করতে পারব না। কিন্তু ভুলে যাবেন না, ওই মামলা এখনও বন্ধ হয়নি। আমরা চাইলে সেই মামলা আবার নতুন করে শুরু করতে পারি।’
দিল্লিতে একটি ঘটনা ঘটায় তার প্রতিবাদ বাংলায় কেন হবে, সেই নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এবং বিক্ষোভকারীদের অবরোধ তুলে নেওয়ারও অনুরোধ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বিজেপির বিরুদ্ধে যখন প্রতিবাদ তখন বাংলায় কেন অবরোধ? দিল্লির সরকারের বিরুদ্ধে যখন রাগ- বিক্ষোভ, তখন বাংলায় কেন অবরোধ? যারা অবরোধ করছেন তাঁরা দিল্লি বা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে অবরোধ করুন। কয়েকজন করে থানায় থানায় গিয়ে অভিযোগ জানান। রাষ্ট্রপতিকে চিঠি লিখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করুন। আমাদের সমর্থন থাকবে। কিন্তু আমরা এখানে শান্তি চাই। বিজেপি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। সেই ফাঁদে কেন আপনারা পা দিচ্ছেন। এতে তো মানুষ আপনাদের ভুল বুঝছে। আমার অনুরোধ অবরোধ তুলে নিন। মানুষকে ঘরে ফিরতে দিন। রাস্তা অবরোধ করবেন না। এত মানুষের সমস্যা তৈরি করবেন না। অবরোধ করে জনজীবনের সমস্যা তৈরি করা মোটেই সমর্থনযোগ্য নয়, রাজ্য সরকারের নীতিও অবরোধের বিরুদ্ধে। আমাকে খুন করার ইচ্ছা হয়েছে? খুন করে যান। আমি হাসতে হাসতে মরতে পারব। কিন্তু বাংলায় কোনও অশান্তি ছড়াবেন না।’