বাংলার খবর
অধীরের করা মামলায় রাজ্যের হয়ে সওয়াল, হাইকোর্টে বিক্ষোভের মুখে চিদাম্বরম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মামলা লড়তে এসে কলকাতা হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়লেন বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। কম দামে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করার অভিযোগে বহরমপুরের সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর রাজ্য সরকারের বিরুদ্ধে করা জনস্বার্থ মামলায় রাজ্যের হয়ে সওয়াল করতেই বুধবার কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম। শুনানির পর এজলাস ছেড়ে বেরোতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস পন্থী আইনজীবীরা। কংগ্রেসের একজন শীর্ষ নেতা হয়েও কী করে কংগ্রেসের আরেক শীর্ষ নেতার করা মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করছেন চিদাম্বরম? তা নিয়েই প্রশ্ন তুলেছেন কংগ্রেসপন্থী আইনজীবীরা।
আরও পড়ুন: সিবিআই চান না, বিচারপতিকে জানালেন নির্যাতিতার বাবা
অধীর রঞ্জন চৌধুরী জনস্বার্থ মামলায় অভিযোগ করেছেন, রাজ্য সরকার মেট্রো ডিয়ারির ৪৩ শতাংশ শেয়ার জলের দরে দেশীয় সংস্থা কেভেন্টার্সকে বিক্রি করে দিয়েছে। পরে সেই সংস্থা সিঙ্গাপুরের একটি সংস্থাকে কয়েক গুণ বেশি দামে কিছু শেয়ার বিক্রি করে। এত টাকা ক্ষতি করে কেন রাজ্য সরকার মেট্রো ডেয়ারি শেয়ার বিক্রি করল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন বহরমপুরের সাংসদ।
আরও পড়ুন: দলের হাল ফেরাতে বঙ্গ সফরে দলীয় নেতৃত্বের সঙ্গে চার বৈঠক করবেন অমিত শাহ
বুধবার কলকাতা হাইকোর্টে সেই মামলারই শুনানি ছিল। তাতে রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে এসেছিলেন চিদাম্বরম। শুনানি শেষে তিনি এজলাস থেকে বেরোতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৌস্তব বাগচী-সহ কংগ্রেসপন্থী কিছু আইনজীবী। চিদম্বরমের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে তাঁর উদ্দেশ্যে তাঁরা বলতে থাকেন, ‘জাতীয় কংগ্রেসের একজন শীর্ষ নেতা হয়েও কী করে আপনি একজন কংগ্রেস সাংসদের করা মামলায় তৃণমূল চালিত রাজ্য সরকারের হয়ে সওয়াল করলেন? আপনি তৃণমূলের দালাল। আপনার মতো নেতৃত্বের জন্যই আজ কংগ্রেস দলটার এই হাল হয়েছে। আপনি একজন আইনজীবী হলেও কী করে নিজের রাজনৈতিক পরিচয়টা ভুলে গেলেন? যেখানে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ সেখানে একজন কংগ্রেস নেতা হয়ে আপনি কি করে রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে এলেন?’
আরও পড়ুন: ঠাসা কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার দু’দিনের বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
বিক্ষোভকারী আইনজীবী কৌস্তব বাগচী বলেছে, ‘রাজ্য সরকারের বিরুদ্ধে একজন কংগ্রেস নেতার করা মামলায় রাজ্য সরকারের হয়েই সওয়াল করতে এসে চিদাম্বরম তৃণমূলের সুবিধা করে দিলেন। উনি কংগ্রেসের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন। কংগ্রেস কর্মীদের আবেগে আঘাত করেছেন। আমরা গোটা বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্বকে অবশ্যই জানাবো।’ চিদাম্বরমের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখান আইনজীবীরা। নিরাপত্তারক্ষীরা ঘেরাটোপ করে তাঁকে গাড়িতে তোলেন। তারপরই হাইকোর্ট চত্বর ছাড়েন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও তাঁকে ঘিরে বিক্ষোভ চলার সময় কোনও প্রতিক্রিয়া দেননি চিদাম্বরম। এমনকি গোটা ঘটনা নিয়ে অধীর চৌধুরীর পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।