ছুটির দিনে ব্যাপক সস্তায় বিকোচ্ছে চিকেন, মাংস কিনতে দোকানের সামনে লাইন
Connect with us

বাংলার খবর

ছুটির দিনে ব্যাপক সস্তায় বিকোচ্ছে চিকেন, মাংস কিনতে দোকানের সামনে লাইন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সস্তায় বয়লার মুরগির মাংস কিনতে ছুটে আসছেন দূরদুরান্তের ক্রেতারা। মাথায় হাত অন্য বিক্রেতাদের।

রবিবার সকালে রীতিমতো লাইনে দাড়িয়ে বয়লার মুরগির মাংস কিনতে দেখা গেল জলপাইগুড়ি শহরের ৭৩ মোড় সংলগ্ন এলাকায়। কারণ, বাজারের স্বাভাবিক দামের থেকে প্রায় ১০০টাকা কেজি প্রতি কম দাম।

 জলপাইগুড়িতে ২৪০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয় বয়লার মুরগির মাংস। তবে এদিন এখানে ১৩০ টাকা কেজি মুরগির মাংস শুনেই ছুটে আসছেন ক্রেতারা। এই প্রসঙ্গে মাংস বিক্রেতার দাবি, সরাসরি কোম্পানি থেকে কিনে এনে অল্প লাভে তারা বয়লার মুরগির মাংস বিক্রি করছেন।

Advertisement

আরও পড়ুন: শহিদ দিবসে যোগ দিতে রায়গঞ্জ থেকে সাইকেল চালিয়ে কলকাতায় আসছেন ৭ তৃণমূল কর্মী

অপরদিকে কম দামে মুরগির মাংস কিনতে আশপাশের এলাকা সহ সুদূর পাহাড়পুর থেকেও ছুটে আসা ক্রেতার দেখা মিললো এদিন। তবে এত কম দামে বয়লার মুরগির মাংস বিক্রি হওয়ায় বিপাকে পড়তে হয়েছে দীর্ঘদিন থেকে এই এলাকায় ব্যবসা করে আসা অনেকেই।
এই বিষয়ে এক মহিলা বয়লার মুরগির মাংস বিক্রেতা জানান, এভাবে কম দামে মাংস বিক্রি করলে তাঁদের ব্যবসা করে সংসার চালানোই মুশকিল হয়ে যাবে। 

Advertisement