দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা-মা, ১০ মাসের খুদেকে চাকরি দিল রেল
Connect with us

দেশের খবর

দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা-মা, ১০ মাসের খুদেকে চাকরি দিল রেল

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বয়স মাত্র ১০ মাস। তাতেই রেলে চাকরি পেল খুদে শিশুকন্যা। এমনই ঘটনা ঘটেছে ভারতীয় রেলের ছত্তিশগড়ের রায়পুর ডিভিশনে। রেলে চাকরি পাওয়া ওই খুদের নাম রাধিকা যাদব।

জানা গিয়েছে, মাত্র ১০ মাস বয়সে রাধিকা যাদবের রেলে চাকরি পাওয়ার পিছনে রয়েছে এক বড় কারণ। যা যথেষ্ট হৃদয়বিদারকও বটে। রাধিকা যাদবের বাবা রাজেন্দ্র যাদব ছত্তিশগড়ের ভিলাইতে রেলের পিপিই বিভাগে কর্মরত ছিলেন। গত ১ জুন এক পথ দুর্ঘটনায় রাধিকার বাবা-মা দুজনেই প্রাণ হারান। রেলের নিয়ম অনুযায়ী অনাথ রাধিকাকে দেওয়া হয় তার বাবার চাকরি।

জানা গিয়েছে, এখনই চাকরিতে যোগদান করবে না রাধিকা। এদিন পূর্ব মধ্য রেলের ভিলাই ডিভিশনে তাকে নিয়ে এসে চাকরিতে রেজিস্ট্রেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। রাধিকার ১৮ বছর বয়স হলে রেলে চাকরিতে জয়েন করতে পারবে সে এবং সেই সময় রেলের কর্মচারী হিসেবে যাবতীয় সুযোগ সুবিধা পাবে সে।

Advertisement

আরও পড়ুন: উত্তরাখণ্ডে রাস্তা পিছলে নদীতে পড়ল গাড়ি, মৃত ৯

রেলের নিয়ম অনুযায়ী, কর্মরত অবস্থায় কোনও রেলকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের একজন ক্ষতিপূরণ বাবদ সেই চাকরি পান। রাধিকার ক্ষেত্রেও তাই হয়েছে। যেহেতু দুর্ঘটনায় তাঁর বাবা-মা দুজনেই মারা গিয়েছেন। যারফলে বাবার উত্তরসূরী হিসেবে রাধিকায় এই চাকরির যোগ্য বলে বিবেচনা করা হয়েছে এবং তাকে চাকরি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেশ ছাড়ার ইঙ্গিত মহুয়ার!

Advertisement

সাধারণত সহানুভূতিশীল ভিত্তিতে সমস্ত নিয়োগগুলি দুর্ঘটনার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছরের মধ্যে করা উচিত। এমনকি এই ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের নিয়োগের অধিকারী করে। যাইহোক, নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে মহাপরিচালক, RDSO কর্তৃক পাঁচ বছরের এই মেয়াদ শিথিল করা যেতে পারে।