বুকে ব্যথা ছত্রধর মাহাতর, রিস্ক বন্ডে আনা হচ্ছে কলকাতায়
Connect with us

বাংলার খবর

বুকে ব্যথা ছত্রধর মাহাতর, রিস্ক বন্ডে আনা হচ্ছে কলকাতায়

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্যারোলে মুক্তি নিয়ে হাজির হয়েছিলেন দুই ছেলের বিয়েতে। মঙ্গলবার ছোটো ছেলের বিয়ে মিটতেই গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন ছত্রধর মাহাত।

জানা গিয়েছে, ছেলের বিয়ের পরই বুকে ব্যথা শুরু হয় ছত্রধরের। হাসপাতাল থেকে রিস্ক বন্ডে কলকাতায় চিকিৎসা করাতে আসছেন ছত্রধর মাহাত। তার জামিনের মেয়াদ শেষে শুক্রবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু বৃহস্পতিবারই অসুস্থ হয়ে পড়েন ছত্রধর মাহাত। বুকে ব্যাথা নিয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। তারপর রাতেই তাঁকে রেফার করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

জানা গিয়েছে, সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর, রিস্ক বন্ডে শুক্রবার সকালে সস্ত্রীক কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন ছত্রধর মাহাত (Chhatradhar Mahato)।

Advertisement

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছত্রধর মাহাতো, নাটক বলে কটাক্ষ বিরোধীদের

দুই ছেলের বিয়ে উপলক্ষে এনআইএ আদালতে আবেদন করেছিলেন। আবেদন মঞ্জুরের পর, প্যারোলে মুক্তি পেয়ে লালগড়ের আমলিয়া গ্রামে আসেন ছত্রধর মাহাত।কয়েকদিন বাড়িতে থেকে বিয়ের কাজ সম্পন্ন করেন। কিন্তু তারপরই বৃহস্পতিবার বিকেলে বুকে ব্যথা অনুভব করায় রাতে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

পরিস্থিতি বিবেচনা করে সেখান থেকে রাত ১১টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছত্রধর মাহাতকে রেফার করে দেন চিকিৎসকরা। অক্সিজেন দেওয়া হয় তাঁকে। সারা রাতই চিকিৎসা চলে এই নেতার।

Advertisement

পর্যবেক্ষণে রাখা হয় ছত্রধর মাহাতকে। শুক্রবার সকালে খানিকটা সুস্থ বোধ করেন তিনি। অক্সিজেন ছাড়া থাকেন। তারপরই রিস্ক বন্ডে কলকাতায় আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: রাজ্যে তিন হাজারের দোরগোড়ায় করোনার দৈনিক সংক্রমণ, কলকাতাকে ছাপিয়ে সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা

উল্লেখ্য, রাজধানী এক্সপ্রেস আটক করার ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ ২০২১ সালের ২৭ মার্চ ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে। সেই দিন থেকেই তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলে ছিলেন। তাঁর দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল এনআইএ-এর বিশেষ আদালত। শুক্রবারই তাঁর জামিনের মেয়াদ শেষ হচ্ছে। এবং তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল আদালত। তাঁর আগেই তিনি অসুস্থ হয়ে পড়ায় চিন্তিত তাঁর পরিবার।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.