বাংলার খবর
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছত্রধর মাহাতো, নাটক বলে কটাক্ষ বিরোধীদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো গত ২ জুলাই তার দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন জামিনে পেয়ে ঝাড়গ্রামের লালগড় থানার আমলিয়া গ্রামে নিজের বাড়িতে এসেছিলেন। বুধবার ছিল তার দুই ছেলের বৌভাতের অনুষ্ঠান। আগামী শুক্রবার তাঁর কলকাতার এনআইএ-এর বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করার কথা। কিন্তু, তার আগেই বৃহস্পতিবার বিকালে তিনি তাঁর বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ছত্রধর হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা খুবই সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য ছত্রধর মাহাতোকে ঝাড়গ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, রাজধানী এক্সপ্রেস আটক করার ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ ২০২১ সালের ২৭ মার্চ ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে। সেই দিন থেকেই তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলে ছিলেন। তাঁর দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল এনআইএ-এর বিশেষ আদালত। শুক্রবারই তাঁর জামিনের মেয়াদ শেষ হচ্ছে। এবং তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল আদালত। তাঁর আগেই তিনি অসুস্থ হয়ে পড়ায় চিন্তিত তাঁর পরিবার।
বিরোধীদের অভিযোগ, আগামীকাল তাঁকে জেলে যেতে হবে, তাই তার আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন মাওবাদী নেতা। বিরোধীরা কটাক্ষ করে বলেছে, এটা যেন তৃণমূলের একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। জেলে যাওয়ার ভয়ে সবাই শারীরিক অসুস্থতার বাহানা দিয়ে হাসপাতালে ভর্তি হয়! যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল শিবিরের।