বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কলকাতার পুলিশ কমিশনারের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্রর ছবি ও নাম ব্যবহার করে একাধিক সোশ্যাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছেন এক ব্যক্তি।
এই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ও লালবাজারের গুন্ডা দমন শাখা। জানা গিয়েছে কোনরকম অনুমতি ছাড়াই পুলিশ কমিশনারের ছবি ও নাম ব্যবহার করে এই অ্যাকাউন্ট খোলা হয়েছে। এবং এক ব্যক্তি নিজেকে পুলিশ কমিশনার পরিচয় দিয়ে মানুষকে ফোন করছিলেন। আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে প্রতারককে ধরার চেষ্টা করছে পুলিশ। খুব শীঘ্রই প্রতারক ধরা পড়বে বলে আশাবাদী পুলিশের তদন্তকারী দল।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ