চারধাম যাত্রায় বিপত্তি, গন্তব্যে পৌঁছানোর আগেই প্রাণ হারালেন ৪৮
Connect with us

দেশের খবর

চারধাম যাত্রায় বিপত্তি, গন্তব্যে পৌঁছানোর আগেই প্রাণ হারালেন ৪৮

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চলতি মে মাসের ৩ তারিখ থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। টানা দু’বছর কোভিডের কারণে বন্ধ ছিল উত্তরাখণ্ডে চারধাম যাত্রা।

চলতি বছরে ফের চারধাম যাত্রা শুরু হতেই প্রবল ভিড়ের কারণে এখনও পর্যন্ত ৪৮ জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর মিলেছে। জানা গিয়েছে, যে সকল পূণ্যার্থীদের মৃত্যুর খবর মিলেছে তাঁদের মধ্যে অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন হৃদরোগে। বাকি ২ জনও হৃদরোগ জনিত সমস্যার কারণে মারা গিয়েছে বলে সূত্রের খবর।

সরকারি সূত্রে খবর, যেসমস্ত তীর্থযাত্রীরা চারধাম যাত্রাকালে প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে প্রায় প্রত্যেকেরই হাই ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, পাহাড়ের চড়া নিয়ে শারীরিক সমস্যা ছিল। এই উত্তরাখণ্ড সরকারের রাজ্য পর্যটন দফতরের সচিব জানিয়েছেন, চারধাম যাত্রার জন্য নাম রেজিস্টারের ক্ষেত্রে একমাস আগে থেকেই অনলাইন এবং অফলাইন পোর্টাল চালু করা হয়েছিল। যে সমস্ত পূণ্যার্থীরা চারধাম যাত্রার জন্য নাম লিখিয়েছিলেন তাঁদের উত্তরাখণ্ডের ২০’টি জায়গায় ভ্রমণের জন্য অনুমতি দিয়েছিল রাজ্য সরকার।

Advertisement

আরও পড়ুন: কংগ্রেসের চিন্তন শিবির ব্যর্থ! দাবি প্রশান্ত কিশোরের

এদিকে চলতি বছর চারধাম যাত্রা শুরুর আগেই উত্তরাখণ্ড সরকারের তরফে পূণ্যার্থীদের সহায়তার জন্য একটি নোটিশ জারি করা হয়েছিল। সরকারি ওই নোটিশে বলা হয়েছে,”যে সমস্ত যাত্রীরা এবার চারধাম যাত্রায় যাবেন তাঁদের শারীরিক সুস্থতা থাকা বাধ্যতামূলক। চারধাম যাত্রার জন্য আবেদনকারী তীর্থযাত্রী যে হিমালয়ে চড়ার জন্য সক্ষম সেই বিষয়েও তাঁর কাছে মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। নচেৎ মিলবে না তীর্থ করার ছাড়পত্র।

এই বিষয়ে উত্তরাখণ্ডের হেলথ ডিরেক্টর ডঃ শৈলজা ভাট বলেন, ”যে সমস্ত ভক্তরা ঋষিকেশ যাত্রায় যাবেন তাঁদের মেডিক্যাল চেকআপ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে।” এদিকে চারধাম যাত্রা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী Pushkar Singh Dhami আগেই জানিয়ে দিয়েছিলেন যে, চারধাম যাত্রার জন্য যেসমস্ত তীর্থযাত্রীরা খাবার এবং জলের ব্যবস্থা ঠিকমতো করে করতে পারবেন না তাঁদের তীর্থযাত্রায় না যাওয়ায় ভালো। কারণ, পথে বিপদ ঘটলে সমস্যা বাড়বে বৈকি কমবে না।

Advertisement

এর আগেও রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল, চিকিৎসকের অনুমতি এবং শরীর সম্পূর্ণ ফিট না থাকলে চারধাম যাত্রায় না যাওয়ায় শ্রেয়। এদিকে চারধাম যাত্রায় পূণ্যার্থীদের মৃত্যু নিয়ে উত্তরাখণ্ড রাজ্য সরকারকে তোপ দেগেছে বিজেপি ও কংগ্রেস। বিজেপির তরফে দাবি করে বলা হয়েছে, চারধাম যাত্রায় তীর্থযাত্রীদের সুবিধা-স্বাছন্দ্য দিতে ব্যর্থ সরকার। এমনকি এই যাত্রায় ঠিক কতজন ভক্ত মারা গিয়েছেন তার সঠিক হিসেবও রাজ্য সরকার দিচ্ছে না বলে কটাক্ষ করে বিজেপি।

আরও পড়ুন: ৩৪ বছর আগের অনিচ্ছাকৃত খুনের অভিযোগ, আজ আদালতে আত্মসমর্পণ করতে পারেন সিধু

প্রসঙ্গত, করোনার কারণে টানা দু’বছর ভক্তদের জন্য বন্ধ ছিল চারধামের দরজা। বর্তমানে দেশের কোভিড গ্রাফচিত্র কিছুটা নিম্নমুখী হওয়ায় ফের সকলের জন্য চলতি মে মাস থেকে চারধামের দরজা খুলে দেওয়া হয়। এই চারধাম হল, কেদারনাথ-বদ্রীনাথ-গঙ্গোত্রী-যমুনোত্রী যাত্রা। মে মাসের ৩ তারিখ থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় গঙ্গোত্রী-যমুনোত্রীর দরজা। মে মাসের ৬ তারিখ খুলে দেওয়া হয় কেদারনাথ এবং বদ্রীনাথ খুলে দেওয়া হয় ৮ তারিখ।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.