বাংলার খবর
নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ চান্নির বিরুদ্ধে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি। প্রথমে প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ অথবা কয়লা পাচারে ভাইপোর গ্রেফতার। এবার বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
পঞ্জাবের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নী নির্বাচনের আবহে বিতর্ক বাড়িয়ে তুললেন। সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী চান্নী বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে মন্তব্য করেছিলেন, পঞ্জাবে যেন ইউপি কিংবা বিহারের কাউকে ঢুকতে দেওয়া না হয়। আর তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক। জানা গিয়েছে, চান্নী যখন এই বিতর্কিত মন্তব্য করছেন, তখন তাঁর পাশেই ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
অন্যদিকে, বিজেপির তরফ থেকে চান্নীর মন্তব্যের চরম বিরোধিতা করে পাল্টা বলা হয়েছে, ইউপি এবং বিহারের লোকেদের চরম অপমান করেছেন চান্নী। একইসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছে গেরুয়া শিবির। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া নিন্দা করেছেন। তাঁর মতে, যে কোনও ব্যক্তি কিংবা কোনও বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে মন্তব্য করা অত্যন্ত নিন্দাজনক। ভোটের আবহে এই বিতর্ক পঞ্জাবে বড় কোনও প্রভাব ফেলবে কিনা, সেদিকেই এখন নজর থাকছে ওয়াকিবহাল মহলের।