আন্তর্জাতিক
নেতাজির হলোগ্রাম মূর্তি নিয়ে আপত্তি জানালেন চন্দ্র বসু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্ক যেন আর থামছে না। প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে কুচকাওয়াজে রাজ্য সরকারের নেতাজির ট্যাবলো বাতিল নিয়ে রাজ্য-কেন্দ্র চাপানউতোর তুঙ্গে উঠেছিল। কিন্তু এবার নতুন করে নেতাজির হলোগ্রাম মূর্তি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
সূত্রের খবর, নেতাজির হলোগ্রাম মূর্তির আদল নিয়ে এবার তীব্র আপত্তি তুললেন একসময়ের বিজেপি নেতা তথা নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু। এমনকি আপত্তি জানিয়ে বসু পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির সুদীর্ঘ গ্রানাইটের মূর্তি বসানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই গ্রানাইটের মূর্তি যতদিন না হচ্ছে ততদিন নেতাজির হলোগ্রাম মূর্তি থাকবে। যার উন্মোচন ২৩ জানুয়ারি সন্ধ্যায় করেন প্রধানমন্ত্রী। তবে নেতাজির হলোগ্রাম মূর্তি নিয়ে যেভাবে চন্দ্র বসু এবার কেন্দ্রীয় সরকারকে বিদ্ধ করলেন, তা নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে।