শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার প্রৌঢ়
Connect with us

বাংলার খবর

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার প্রৌঢ়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  সাত বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রৌঢ়। অভিযোগ শিশুটি দোকানে এলে নেশার ঝোঁকে তার উপর নির্যাতন করে ফেলেছি বলে স্বীকারোক্তি করেন ওই অভিযুক্ত।

শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, তারকেশ্বরের মধ্য হাউলি গ্রামে।
অভিযুক্ত প্রৌঢ়ের নাম গৌর মাল। মদের ঘোরে সে এই অপরাধ করেছে বলে নিজের মুখেই স্বীকার করে অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, গৌড় মালের হাউলি এলাকায় একটি মুদিখানা দোকান রয়েছে। শুক্রবার দুপুরে ডিম কিনতে দোকানে যায় শিশুটি। সেইসময় মদের নেশায় চুড় ছিল ওই প্রৌঢ়।

Advertisement

জানা গিয়েছে, চিপসের প্রলোভন দেখিয়ে দোকানের ভিতর ঢুকিয়ে দোকান বন্ধ করে শিশুটির উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত।
সন্ধ্যায় নির্যাতিতার মায়ের নজরে পড়ে মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় কাটা দাগ।
জিজ্ঞাসা করতেই মাকে পুরো ঘটনাটি জানায় সে। এরপর রাতেই পরিবারের তরফ থেকে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন:  বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে ঘরে ফিরল যুবকের নিথর দেহ, মর্মান্তিক ঘটনা তারকেশ্বরে

শুক্রবার রাতেই পুলিশ গৌর মালকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করে। এদিন সকালে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় দুজনেরই। অভিযুক্তকে আজ চন্দননগর মহকুমা আদোলতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

অন্যদিকে, দোলের দিন শুক্রবার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল যুবক। ঘটনায় বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃত যুবকের পরিবারের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার চাঁদুর এলাকার।

আরও পড়ুন: ভিড়ের সুযোগে মন্দিরে চুরির ছক, চোর সন্দেহে গণধোলাই ৮ যুবককে

পুলিশ জানিয়েছেন, মৃত যুবকের নাম শঙ্খ দাস(২২)। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার সকালে নিজেদেরই মাঠে জমির কাজ থেকে ফিরে বন্ধুদের সঙ্গে সকাল ১০টা নাগাদ আড্ডা দিতে বের হচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এদিকে
দুপুরের দিকে পরিবারের তরফে তাঁকে বার বার ফোনে যোগাযোগ করা হয় বাড়ি ফিরে আসার জন্য। কিন্তু দুপুর তিনটে নাগাদ দুজন বন্ধু বাইকে করে এসে বাড়ির সামনেই শঙ্খর দেহ ফেলে দিয়ে চলে যায় বলে পরিবারের অভিযোগ।

Advertisement