বাংলার খবর
চাঁচলে ১০০ দিনের কাজে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : অভিযোগ অনেকদিন ধরেই আসছিল। এবার তা প্রাকাশ্যে আসতেই লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ ধরা পড়ল। ঘটনাটি ঘটেছে চাঁচল ১ নং ব্লকের খবরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান বিচিত্র মণ্ডলের বিরুদ্ধে। চাঁচল ১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য জানিয়েছেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
খবর পাওয়া গিয়েছে, ওই প্রধান ১০০ দিনের টাকা লুটে খাওয়ার জন্য অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছেন। এমনকি কিছু কিছু সরকারি চাকুরিজীবীর নামেও ১০০ দিনের কাজের জবকার্ড রয়েছে। এবং তাঁদের অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। যে চাকুরিজীবীদের অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা ঢুকেছে তাঁদের কেউ অঙ্গনওায়ারি কর্মী, কেউ সিভিক পুলিশের চাকরি করেন।
এছাড়াও কিছু প্রায়মারি স্কুল টিচারও আছেন। খবরা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মরতুজ আলম ৮০ থেকে ৯০ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, প্রধান তাঁর আত্মীয় পরিচিতদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ১০০ দিনের কাজের টাকা লুটে খেয়েছেন। যদিও বিচিত্র মণ্ডলের দাবি, বিরোধী দলনেতা তাঁর স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করতেই তাঁর নামে মিথ্যা অভিযোগ করছেন।