আবারও অসুস্থ চ্যাম্প, অভিষেকের কাছে সাহায্য চাইতে দ্বিধায় পরিবার
Connect with us

বাংলার খবর

আবারও অসুস্থ চ্যাম্প, অভিষেকের কাছে সাহায্য চাইতে দ্বিধায় পরিবার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এক রত্তির শারীরিক অসুস্থতার কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও অসুস্থ সেই খুদে চ্যাম্প। এবার সে রুবেলা ভাইরাসে আক্রান্ত। আগের হৃদযন্ত্রের সমস্যা সেরে গেলেও এবার তার মাথায় জল জমতে শুরু করেছে। আবারও জটিল অস্ত্রোপচার করে স্ট্রেন বসিয়ে বন্ধ করতে হবে জল জমা। তার জন্য আবার দরকার ৬ লক্ষ টাকা। কিন্তু এবার আর ছেলের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা চাইতে দ্বিধাবোধ করছেন হরিণঘাটার বাসিন্দা পেশায় স্কুলশিক্ষক জয়ন্ত দেবনাথ। তাই আবারও সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছেন তিনি।

চ্যাম্পের বয়স যখন ৩, তখন সে কঠিন রোগে আক্রান্ত হয়। তখন তার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন ফিল্ম এডিটর অনির্বাণ মাইতি। তিনি সেই পোস্টে লিখেছিলেন, ‘অনেককে ফোন করে জানতে পেরেছি মদন মিত্র যদি চান তাহলে ব্যবস্থা করতে পারেন। ওঁর কাছে পৌঁছনোর আর কোনও উপায় আমার জানা নেই। তাই ফেসবুকের শরণাপন্ন হলাম। যদি ওঁর নজরে পড়ে অথবা কেউ ওঁর দৃষ্টিগোচর করে বাচ্চাটিকে বাঁচানোর ব্যবস্থা করতে পারেন তাহলে সত্যিই দিনের শেষে শান্তিতে ঘুমাতে পারব। হাতে সময় কম, তাড়াতাড়ি প্লিজ।’

তাঁর এই পোস্টটি নজরে আসে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের। তিনিই গোটা বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান। তারপর চ্যাম্পের সমস্ত চিকিৎসার খরচ বহন করেছিলেন অভিষেক নিজেই। এবং হৃদরোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে ওই শিশু। সেই খবরটাও সকলকে জানিয়েছিলেন দেবাংশু নিজেই। সেইসঙ্গে সাংসদকে ধন্যবাদ জানিয়েছিলেন।

Advertisement

কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও রুবেলা ভাইরাসে আক্রান্ত হয়েছে ওই শিশু। তার মাথায় জল জমতে শুরু করেছে। জটিল অস্ত্রোপচার করে স্ট্রেন বসিয়ে বন্ধ করতে হবে সেই জল জমা। কিন্তু তার জন্য দরকার প্রচুর টাকা। ইতিমধ্যেই চ্যাম্পের চিকিৎসার জন্য একটি সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় সাহায্য চাওয়া হয়েছে। আর্থিক সাহায্য না পেলে চ্যাম্পের চিকিৎসার জন্য মোটা টাকা জোগাড় করা কঠিন বলেই জানাচ্ছেন তাঁর পরিজনরা।