খেলা-ধূলা
সেঞ্চুরিয়ানে সামির ৫ উইকেট! ১৯৭ রানেই শেষ দক্ষিণ আফ্রিকা

বেঙ্গল এক্সপ্রেস নিউজঃ সেঞ্চুরিয়নে বল হাতে আগুন ঝড়ালেন মহম্মদ সামি। তাঁর দুরন্ত বোলিংয়ের সামনে ১৯৭ রানেই শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। মঙ্গলবার শুরু থেকেই প্রোটিয়া ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। মাত্র ৩২ রানের মধ্যেই প্রথম ৪ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে যায় দঃআফ্রিকা।
ডেন এলগার (১), এডেন মার্করাম (১৩), কিগান পিটারসেন (১৫) রেসি ভ্যান ডার দুসেন (৩) কে দ্রুত ফিরিয়ে দেন বুমরা, সামি, সিরাজরা। তারপর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। তবে কিছুটা লড়াই করেন টেম্বা বাভুমা (৫২) ও কুইন্টন ডি’কক (৩৪)। দু’জনের ৭২ রানের পার্টনারশিপ প্রোটিয়াদের রান তিন অঙ্কের ঘরে পৌঁছে দেয়। তবে প্রথম বলেই স্লিপে লোকেশ রাহুল প্রোটিয়া উইকেটরক্ষক ডিককের ক্যাচ না ফেললে পরিস্থিতি আরও খারাপ হত। এরপর কিগাসো রাজারা (২৫) ও মার্কো জনসেন (১৯) কিছু রান করায় ৬২.৩ ওভারে ১৯৭ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সামি ১৬ ওভারে ৪৪ রান দিয়ে নিলেন ৫ উইকেট। সেই সঙ্গে টেস্টে ২০০ উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন সামি।
বুমরা, সার্দুল দু’টি করে এবং সিরাজ একটি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত ১ উইকেট হারিয়ে ১৬ রান করেছে। কেএল রাহুল ৫ ও নাইট ওয়াচম্যান শার্দুল ঠাকুর ৪ রানে অপরাজিত আছেন। ৪ রানে আউট হয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। দিনের শেষে ১৪৬ রানে এগিয়ে রয়েছে ভারত। তবে মঙ্গলবার শুরুতে প্রথমে ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত। সোমবারের ৩ উইকেটে ২৭২ রান নিয়ে খেলতে নেমে ৩২৭ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। লুঙ্গি এনগিডি একাই ৬ উইকেট নিলেন। কাগিসো রাবাডা নিলেন ৩ উইকেট। ১২২ রানে অপরাজিত থাকা রাহুল (১২৩) দিনের চতুর্থ ওভারে আর মাত্র ১ রান যোগ করেই আউট হন। ৪০ রানে অপরাজিত থাকা অজিঙ্কা রাহানেও নিশ্চিত অর্ধ শতরান হাতছাড়া করে ৪৮ রানে ফেরেন। এরপর পন্থ (৮), অশ্বিন (৪), শার্দুল ঠাকুর (৪), মহম্মদ সামি (৮), বুমরারা (১৪) এলেন আর গেলেন।