বাড়ছে সংক্রমণের দাপট, সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের জরুরি তলব কেন্দ্রের
Connect with us

দেশের খবর

বাড়ছে সংক্রমণের দাপট, সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের জরুরি তলব কেন্দ্রের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত এপ্রিল মাস থেকে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে কোভিড গ্রাফচিত্র। এই অবস্থায় সংক্রমণ মোকাবিলায় গত শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সংক্রমণ মোকাবিলায় সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসার কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

দেশের বেশকিছু রাজ্যে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা সংক্রমণ। অদৃশ্য এই ব্যাধির মোকাবিলায় বাজারে ভ্যাক্সিন চলে আসলেও রক্ষা নেই তাতে। টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হচ্ছেন অনেকেই এমন উদাহরণ রয়েছে ভুরি-ভুরি। যারফলে এই জটিল পরিস্থিতি মোকাবিলায় এবং সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আগামী তিন দিনের জন্য সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে কোভিড সংক্রান্ত গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী Mansukh Mandaviya।

জানা গিয়েছে, আগামী ৫ মে থেকে ৭ মে পর্যন্ত কোভিড পরিস্থিতি, ভ্যাক্সিনেশন সহ বিভিন্ন বিষয় নিয়ে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ন এই বৈঠক বসতে চলেছে। এই বৈঠকের প্রধান উদ্দেশ্যই হল দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কোভিড পরিস্থিতির হালহকিত জানা। শুধু তাই নয়, করোনা সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার যে বদ্ধপরিকর সে কথাও জানানো হবে ওই বৈঠকে।

Advertisement

আরও পড়ুন: কোভিড ভ্যাক্সিন গ্রহণে জোর করা যাবে না, নির্দেশ আদালতের

এছাড়া এই বৈঠকের উদ্দেশ্য হল, বর্তমান এবং অতীত কোভিড পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতা অন্যান্য রাজ্যের কাছে তুলে ধরা বা ভাগ করে নেওয়া। এছাড়াও প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মহামারী মোকাবিলায় তাঁদের অভিজ্ঞতা নিয়ে তিন মিনিটের উপস্থাপনা করবে, তারপরে বিভিন্ন স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে একটি সংক্ষিপ্ত বক্তৃতা হবে।

এই বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর দেওয়া হবে। তা হল, বিভিন্ন রাজ্যগুলিকে জাতীয় স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধিতে উত্সাহিত করা। যেহেতু বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বরাদ্দ করা বাজেট প্রায়শই কম ব্যবহার হতে দেখা যায়। ‘হিল বাই ইন্ডিয়া’, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা চালু করা একটি প্রচারাভিযান। স্বাস্থ্য পরিকাঠামোতে বিনিয়োগ আনার জন্য সকলকে আরও বেশি করে উৎসাহিত করার জন্য তিন দিনের শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচির মূল বিষয়ও হবে এটি।

Advertisement

এই একই বিষয়ে গত ২০ এপ্রিল গুজরাটের মহাত্মা মন্দিরে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাস্থ্যখাতের উন্নতি, প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত যোগান সহ কেন্দ্রের আয়ুষ প্রকল্পে বিনিয়োগের কথাও জানিয়েছিলেন তিনি। সেই সময় এই বৈঠকটি যখন অনুষ্ঠিত হয়েছিল তখন সেখানে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Dr Tedros এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ।

আরও পড়ুন: সংক্রমণের গ্রাফচিত্র ঊর্ধ্বমুখী, নয়ডায় জারি ১৪৪ ধারা

“আয়ুষকে বাড়ানোর জন্য কেন্দ্রও ঘোষণা করেছে যে তারা যারা চিকিৎসার কারণে ভারতে ভ্রমণ করতে চায় এবং আয়ুষ সুবিধা পেতে চায় তাদের জন্য তারা একটি পৃথক বিভাগের ভিসা প্রদান করবে।” আয়ুষে বিনিয়োগ এবং উদ্ভাবনের সম্ভাবনা সীমাহীন কারণ ভারত আয়ুষ ওষুধ, পরিপূরক এবং প্রসাধনী উৎপাদনে অভূতপূর্ব বৃদ্ধি প্রত্যক্ষ করেছে।”

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.