দেশের খবর
EPF-এ সুদের হার কমল, মাথায় হাত মধ্যবিত্তের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১০ বছরে EPF-এ সর্বনিম্ন সুদের হার। ২০২১-২০২২ অর্থবর্ষে EPF-এ সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমে হল ৮.১ শতাংশ। গত দশ বছরে সর্বনিম্ন এই সুদের হারে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। এরফলে ক্ষতিগ্রস্ত হবেন প্রায় ৬০ মিলিয়ন EPF- গ্রাহক।
জানা গিয়েছে, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের এই সুদের হার কমানোর পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের সভা থেকে নেওয়া হয়েছিল। যদিও গত অর্থবর্ষে এই সুদের হার ছিল ৮.৫ শতাংশ। এদিকে কেন্দ্রের এই সুদের হার কমানো নিয়ে মাঠে নেমে পড়েছেন বিরোধীরা। এভাবে হঠাৎ করে সুদের হার কমানো নিয়ে ‘চার রাজ্যে বিজেপির জয়ের উপহার’ দিচ্ছে বলে এদিন মোদিকে কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
আরও পড়ুন: আইপিএল থেকে নাম প্রত্যাহার অ্যালেক্স হেলসের! পরিবর্ত ক্রিকেটার বেছে নিল কেকেআর
এদিন তিনি বলেন, ‘চার রাজ্যে ভোটে বিজেপিকে জেতানোর উপহার দিলেন প্রধানমন্ত্রী।’ অন্যদিকে, সরকারের এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদরাও। মূল্যবৃদ্ধির বাজারে সুদের হার বাড়ানোর বদলে সুদের হার কমাটা বিস্ময়কর। এমনই মত অর্থনীতিবিদদের একাংশের। এরফলে মধ্যবিত্ত-নিম্নবিত্তরা বিপদে পড়বেন বলে জানিয়েছেন তাঁরা।