রণতরীর উদ্বোধনী অনুষ্ঠানে রাজনাথের মুখে বাংলার ভূয়সী প্রশংসা
Connect with us

বাংলার খবর

রণতরীর উদ্বোধনী অনুষ্ঠানে রাজনাথের মুখে বাংলার ভূয়সী প্রশংসা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার ঝটিকা সফরে কলকাতায় আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার কলকাতা সফরে এসে ভারতীয় নৌবাহিনীর জন্য আরও একটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করেন।

এদিন বাংলার প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ” এই বাংলা স্বাধীনতা সংগ্রামে বড় ভূমিকা নিয়েছিল। সাহিত্য সংস্কৃতিতেও অনেক ভূমিকা রয়েছে বাংলার। সাহিত্য সংস্কৃতি, বিজ্ঞান সব ক্ষেত্রে বড় বড় মনীষীরা জন্ম নিয়েছেন এই বাংলাতেই। এই বাংলা থেকেই তৈরি হল অত্যাধুনিক এই যুদ্ধে জাহাজ। বাংলায় যা আজকে হবে, ভারত তা হবে পরের দিন। বাংলার নবজাগরণ ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষে”।

জানা গিয়েছে, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে এদিন তিনি গার্ডেনরিচ শিপ বিল্ডার্স থেকে পি–১৭ আলফা গোত্রের ফ্রিগেট যুদ্ধজাহাজের উদ্বোধন করেন। আরও জানা গিয়েছে, ‘আইএনএস দুনাগিরি’ নামে একটি যুদ্ধজাহাজ ১৯৭৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ভারতীয় নৌসেনায় ছিল। ‘ল্যান্ডি ফ্রিগেট’ গোত্রের ওই রণতরীটি যুদ্ধ পরিস্থিতিতে উপকূল অঞ্চলে সেনা ও সামরিক উপকরণ অবতরণে সক্ষম ছিল। ৩৩ বছরের কর্মজীবন শেষে অবসর নেয় সেই ফ্রিগেটটি। এ বার তারই নামে নামকরণ হল গার্ডেনরিচে তৈরি ‘স্টেলথ ফ্রিগেটের’।

Advertisement

আরও পড়ুন: Breaking News: মেট্রো নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি মদন মিত্রের

সূত্রের খবর, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স ১৬ টি যুদ্ধজাহাজ এখনও পর্যন্ত তৈরি করেছে। ১৫টি ইন্ডিয়ান নেভির জন্য। ১টি কোস্টালগার্টের জন্য। শুধু তাই নয়, দুনাগিরিকে তৈরি করতে ১৯২৯৩.৪৬ কোটি টাকা কেন্দ্রের ব্যয় হয়েছে বলেও এদিন জানিয়েছেন রাজনাথ সিং।

এই রণতরী সমুদ্রের অন্দরে গিয়ে ‘আড়াল’ খুঁজে নিতে পারে। পাশাপাশিই শত্রুপক্ষের রাডারের নজরদারিকে ফাঁকি দিয়ে হামলা চালাতে পারে দ্রুত। শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাত হেনে ধ্বংস করতে পারে শত্রুর জলযান বা আস্ত বন্দর। যেমন ‘রামায়ণ’-এ করতেন ‘মেঘনাদ’।

Advertisement

আরও পড়ুন: সংসদ অধিবেশনে নিষিদ্ধ একাধিক শব্দ! কেন্দ্রের শব্দবিধি নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি

ভারতীয় নৌবাহিনীর ‘আঁতুড়ঘর’ হিসেবে পরিচিত কলকাতার ‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়র্স লিমিটেড’। এই জাহাজ কারখানায় বহু বছর ধরে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। সেই তালিকায় নবতম সংযোজন ‘স্টেলথ’ (রাডার নজরদারি ফাঁকি দিতে সক্ষম) আইএনএস দুনাগিরি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.