বাংলার খবর
অপরাধ দমনে সিউড়িতে চালু হল সেন্ট্রালাইজড সার্ভিলেন্স এন্ড মনিটরিং সিস্টেম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সিউড়িতে চালু হল সেন্ট্রালাইজড সার্ভিলেন্স এন্ড মনিটরিং সিস্টেম। বীরভূমের সিউড়ি শহরে মঙ্গলবার থেকে চালু হল সেন্ট্রালাইজড সার্ভিলেন্স এন্ড মনিটরিং সিস্টেম।
এই ব্যবস্থা চালু হওয়ার ফলে এখন পুরো শহর সিসিটিভি ক্যামেরার আওতায় চলে আসবে। জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী।
জানা গিয়েছে, এবার থেকে ট্রাফিক আইন ভাঙলে অপরাধীকে যেমন শনাক্ত করা যাবে, তেমনই শহরে কোথাও চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে তাদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
আরও পড়ুন: একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে BDO-কে ডেপুটেশন বাম সমর্থকদের
জানা গিয়েছে, এই পদ্ধতির মাধ্যমে শহরের ১৩ টি জায়গায় মিউজিক সিস্টেম লাগানো হয়েছে। যেখানে সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে নানান ধরনের ঘোষণা করা হবে। ঘোষণা ছাড়াও উৎসবের দিন অথবা রোজ সকাল অথবা সন্ধ্যায় রবীন্দ্রসংগীত সহ বিভিন্ন গান শোনানো হবে।
আরও পড়ুন: টানা বৃষ্টিতে জল থই থই জলপাইগুড়ি, বিপর্যস্ত জনজীবন
আরও জানা গিয়েছে, এই বিনোদনের পার্টটির থেকেও গুরুত্বপূর্ণ হল সাধারণ মানুষকে সুরক্ষা প্রদান করা। এদিন এই সিস্টেমের উদ্বোধন করেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী।