Big Breaking: স্বাধীনতার ৭৫ বছর উদযাপন, শুক্রবার থেকেই বিনামূল্যে বুস্টার ডোজ
Connect with us

দেশের খবর

Big Breaking: স্বাধীনতার ৭৫ বছর উদযাপন, শুক্রবার থেকেই বিনামূল্যে বুস্টার ডোজ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আরও একধাপ এগোল ভারত। আগামী ১৫ জুলাই থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই বিনামূল্যে নিতে পারবেন বুস্টার ডোজ। এই প্রক্রিয়া চলবে আগামী ৭৫ দিন ধরে। সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। 

জানা গিয়েছে, করোনা সংক্রমণ মোকাবিলায় অনেক আগে থেকেই ভারতের কোভিড টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি অনুযায়ী, ইতিমধ্যে ১০০ কোটি ভারতীয়কে করোনার দু’টি ডোজই দেওয়া হয়ে গিয়েছে। এছাড়াও অতি সম্প্রতি করোনার দু’টি টিকা নেওয়ার পর বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করে দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 

আরও পড়ুন: নিজের পোষ্য পিটবুলের আক্রমণে মর্মান্তিক পরিণতি ৮২-র বৃদ্ধার

Advertisement

এদিকে গত ১০ এপ্রিল থেকে দেশে ‘সুরক্ষামূলক কোভিড টিকা ডোজ’ (বুস্টার ডোজ) দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রের তরফে জানানো হয়, ১৮ ঊর্ধ্বরা বুস্টার ডোজ নিতে পারবেন। কিন্তু, করোনা টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজের মতো বুস্টার ডোজ বিনামূল্য পাওয়া যাবে না।

আরও বলা হয়েছিল, বিভিন্ন অনুমোদন প্রাপ্ত ক্লিনিক থেকে অর্থ ব্যায় করে নিতে হবে বুস্টার ডোজ। আর তাতেই বুস্টার ডোজ গ্রহণে প্রবল অনীহা দেখা যায় দেশের অধিকাংশ মানুষের মধ্যে। তার উপর দিন দিন বেড়েই চলেছে কোভিড সংক্রমণ। সারা দেশের পাশাপাশি বাংলাতেই লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণের দাপট। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের ফ্রি’তে বুস্টার ডোজ প্রদান অত্যন্ত প্রাসঙ্গিক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।  

আরও পড়ুন: মালগাড়ি যেতেই নির্মীয়মান আন্ডারপাসে ধস, মৃত চার

Advertisement

উল্লেখ্য, ফের দেশে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯০৬ জন। একই সময়ে করোনা প্রাণ কেড়েছে ৪৫ জনের। দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৩২ হাজার ৪৫৭।