বাংলার খবর
রথযাত্রার পঞ্চম দিনে শুরু ‘হেরা পঞ্চমী’

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হেরা পঞ্চমীতে বিপুল ভক্তের সমাগম হুগলিতে। রথযাত্রার পঞ্চম দিনে শুরু ‘হেরা পঞ্চমী’। প্রায় ২ বছর পর এই দৃশ্য দেখা গেল জগন্নাথদেবর মাসির বাড়ির মন্দির প্রাঙ্গনে।
রথযাত্রার পঞ্চম দিনে লক্ষ্মী দেবী নীলাচল থেকে সুন্দরাচলে এক দিনের নাম করে চলে আসা জগন্নাথ দেবের সাক্ষাৎ হয়েছিল বলে কথিত আছে। সেখানে জগন্নাথ দেবের সতীর্থ আর লক্ষ্মী দেবীর দাসীদের সাক্ষাৎ হয়। কেবল তাই নয় সেখানেই দেবী খুঁজে পান জগন্নাথ দেবকে। এইদিন এলাকার ছেলেরা মন্দির থেকে মা লক্ষ্মীকে মশাল জ্বালিয়ে পালকিতে নিয়ে মাসির বাড়ি নিয়ে এসেছিলেন। ঠিক ন’দিনের মাথায় উল্টোরথে ভগবান জগন্নাথদেব আবার ফিরে আসেন তাঁর নিজের মন্দিরে।
পাশাপাশি এই দিনে মা লক্ষ্মী সর্ষে পোড়া দিয়ে জগন্নাথদেবকে বশ করেন। তাই মা লক্ষ্মীর এই সর্ষে পড়া নিতে বহু ভক্তেরা ভিড় জমান জগন্নাথ দেবের মাসির বাড়ির মন্দির প্রাঙ্গনে। প্রায় ২ বছর পর এইরকম দৃশ্য দেখা গেলো জগন্নাথদেবর মাসির বাড়ির মন্দির।