হাইকোর্টে মেলেনি রক্ষাকবচ, ৬ এপ্রিল CBI তলব অনুব্রতকে
Connect with us

বাংলার খবর

হাইকোর্টে মেলেনি রক্ষাকবচ, ৬ এপ্রিল CBI তলব অনুব্রতকে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাইকোর্টে মেলেনি রক্ষাকবচ। ফের বীরভূমের তৃণমূল নেতা Anubrata Mandal-কে তলব করল CBI। এই নিয়ে পঞ্চমবার সিবিআই তলব করা হল বীরভূমের এই নেতাকে। যদিও এর আগেও চারবার নানা অছিলায় CBI-জেরা এড়িয়েছেন তিনি।

জানা গিয়েছে, আগামী ৬ এপ্রিল CBI এর দফতর নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবারও যদি তিনি হাজিরা না দেন তাহলে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। যদিও CBI-এর এই নির্দেশের আগেই এবার বগটুই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেল সিবিআই-এর প্রশংসা।

অন্যদিকে, গরুপাচার মামলায় আরও বিপাকে অনুব্রত মণ্ডল। রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। গত
১৫ মার্চ নিজাম প্যালেসে তলব করা হয় অনুব্রত মণ্ডলকে। যদিও সেই সময় CBI দফতরে হাজিরা না দিয়ে বোলপুরের কাছাকাছি সিবিআই প্রশ্নের উত্তর দিতে চান অনুব্রত মণ্ডল।

Advertisement

আরও পড়ুন: আরও বিপাকে বীরভূমের কেষ্ট, রক্ষা কবচের আবেদন খারিজ করল হাইকোর্ট

বিচারপতি রাজাশেখর মান্থা বেঞ্চে রক্ষাকবচের আবেদন প্রথমে খারিজ হয়। একক বেঞ্চের নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে অনুব্রত মণ্ডল। এরপর সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। এই জানা গিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি গরু পাচার কাণ্ডের ঘটনায় তৃণমূলের কেষ্টকে তলব করে সিবিআই। কিন্তু সেই সময় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অনুব্রত। এরপর ফের ২৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে তাঁকে তলব করার নোটিশ পাঠানো হলেও সেটিও অমান্য করেন বীরভূমের এই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন: নিজে ডেকেও কনভেনশনে গরহাজির বিমল গুরুং, পাহাড়ের রাজনীতিতে দলবদলের জল্পনা

Advertisement

এদিকে গত ১৪ ফেব্রুয়ারি গরু পাচারকান্ডের বিষয়টি প্রকাশ্যে আসে এবং তাতে তৃণমূলের বেশকিছু নেতা সহ নাম জড়ায় অনুব্রত মণ্ডলেরও। আর তারপর থেকেই এই পাচার চক্রের মূল রহস্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। রায়ের ফলে সিবিআই এর নোটিশ এর প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে হবে। সিবিআই মনে করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তবে অনুব্রত মণ্ডলের আইনজীবী সূত্রে জানা যাচ্ছে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর চিন্তাভাবনা করছেন অনুব্রত মণ্ডল।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.