এনএসই কো-লোকেশন কেলেঙ্কারি: কলকাতায় CBI হানা
Connect with us

দেশের খবর

এনএসই কো-লোকেশন কেলেঙ্কারি: কলকাতায় CBI হানা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘CBI’ তিন অক্ষরের শব্দ হলেও এই নামটি শুনলে এখন আঁতকে উঠছেন অনেকেই। কারণ, দেশজুড়ে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা শুরু করে দিয়েছে বিভিন্ন বেআইনী-অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান।

আর্থিক কেলেঙ্কারি সহ বেনামী সম্পত্তি, অবৈধ টাকার হদিশ খুঁজতে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে মোট ১০’টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা (CBI)। যারফলে যখন-তখন সিবিআই হানার আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বহু নেতা-মন্ত্রী থেকে শুরু করে দুঁদে আমলারা।

সূত্রের খবর, বর্তমানে এনএসই কো-লোকেশন কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত সিবিআই ভারত জুড়ে ১০টি বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে। দিল্লি, মুম্বই, কলকাতা, গান্ধীনগর, নয়ডা এবং গুরুগ্রামে সিবিআই আধিকারিকরা অভিযান চালাচ্ছেন।

Advertisement

আরও পড়ুন: ২৭ মে থেকে ৭২ ঘণ্টা ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ, বাতিল বহু লোকাল, এক্সপ্রেস

NSE কেসটির সঙ্গে সম্পর্কিত যেখানে দালালরা তাদের সার্ভারগুলিকে স্টক এক্সচেঞ্জ স্থাপন করতে পারে, তাদের বাজারে দ্রুত অ্যাক্সেস প্রদান করে। জানা গিয়েছে অভিযোগ করা হয়েছিল, দালালরা বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যোগসাজশে, স্টক-ট্রেডিং অ্যালগরিদম এবং সহ-অবস্থান সুবিধার অপব্যবহার করে লাভবান হচ্ছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে ২০১৮ সালে ইডি প্রথম এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করেছিল।

প্রসঙ্গত, ‘রাখালের পালে বাঘ পড়ার’ মতোই এখন অবস্থা বাংলার রাজ্য সরকারের। রীতিমতো সাঁড়াশি আক্রমণ শুরু করেছে সিবিআই। সারদা ও নারদ মামলায় সেইভাবে সাফল্য না আসায় এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় একটু বেশিই তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কোনও রকম ফাঁক রাখতে চাইছে না।

Advertisement

আরও পড়ুন: কার জন্য সিবিআই-এর জালে পরেশ, চাকরি গেল কন্যার? জেনে নিন

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসকদলের নেতা-নেত্রীরা প্রথম থেকেই অভিযোগ করে আসছে সিবিআই, ইডি-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে রাজ্য সরকারকে পর্যুদস্ত করার চেষ্টা করে যাচ্ছে বিজেপি পরিচালিত কেন্দ্র।

আরও পড়ুন: এসএসসি তদন্তে হঠাৎই কলকাতায় অ্যাডিশনাল ডিরেক্টর সিবিআই, ডিজি সিআরপিএফ

Advertisement

ভোট-পরবর্তী হিংসা, গরু ও কয়লা পাচার, বগটুইই, হাঁসখালি- সব মামলাতেই আদালতের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই। হেরিটেজ এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগে ২০১৮ সালের এক পুরনো মামলায় তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার বিরুদ্ধেও বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তার সঙ্গে যুক্ত হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.