রাজনীতি
বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বিরুদ্ধে FIR

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাবুল সুপ্রিয়র আপ্ত সহায়কের নামে দায়ের করা হল এফআইআর। বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়ক সুশান্ত মল্লিকের নামে FIR দায়ের করেছে সিবিআই। ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় এফআইআর দায়ের করেছে CBI-এর দুর্নীতি দমন শাখা।
জানা গিয়েছে, ঘুষ নিয়ে সরকারি সংংস্থায় টেন্ডার পাইয়ে দেওয়ার অভি্যোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ওই এফআইআর-এ বাবুলের প্রাক্তন আপ্তসহায়ক সুশান্ত মল্লিক ছাড়াও আরও ৭ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সরকারি সংস্থার নামে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে লক্ষ-লক্ষ টাকা তছরূপের অভি্যোগ রয়েছে সুশান্ত মল্লিক সহ সাতজনের বিরুদ্ধে।
এদিকে প্রাক্তন আপ্তসহায়কের নামে দুর্নীতির মামলা দায়ের প্রসঙ্গে বলতে গিয়ে বালিগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় বলেন, ”আমি জানতাম CBI এমনটাই করতাম।”
আরও পড়ুন: রাজ্যপাল নিজেই বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করান: বিমান বন্দোপাধ্যায়
প্রসঙ্গত,এদিকে বাবুল সুপ্রিয়র শপথ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। রাজ্যপাল নিজেই বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করান। সোমবার বিধানসভায় এই মন্তব্য করলেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু রাজ্যপালের সেই নির্দেশ পত্রপাঠ খারিজ করে দিয়ে ছিলেন আশীষ বন্দোপাধ্যায়।
আরও পড়ুন: শাহের সফরের মধ্যেই ভাঙন ধরল পদ্মে, ঘাসফুলে যোগ ৪০ নেতা-কর্মীর
সূত্রের খবর, আশীষ বন্দ্যোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে শপথ অনুষ্ঠানে থাকতে পারবেন না। এর মধ্যেই স্পিকারের এ দিনের মন্তব্যে বাবুলের শপথ জট আরও বাড়িয়ে দিল। বালিগঞ্জের বিধায়ক কবে শপথ নেবেন, তার উত্তর রাজ্যপালই দিতে পারবেন বলে জানিয়েছেন স্পিকার।
আরও পড়ুন: LPG সহ প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির নামে লুট করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ নিয়ে এখনও কাটল না জটিলতা। বালিগঞ্জের বিধায়ক হিসেবে তিনি কবে শপথ নেবেন তার উত্তর জানা নেই খোদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও। শপথগ্রহণ অনুষ্ঠান করার অনুমোদন রাজ্যপাল এখনও না দেওয়ার কারণেই এই নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনিও কোনও সদুত্তর দিতে পারেননি।