দেশের খবর
ব্যাঙ্ক জালিয়াতির পাণ্ডাদের ধরতে লুকআউট নোটিস সিবিআই-এর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে উত্তাল দেশ। সূত্রের খবর আইসিআইসিআই-সহ দেশে ২৮টি ব্যাঙ্কের মোট ২২ হাজার ৮৪২ কোটি টাকা জালিয়াতি করেছে জাহাজ নির্মাণ এবং মেরামতি সংস্থা এবিজি শিপইয়ার্ড। সূত্রের খবর এই সংস্থা অন্তত ৯৮টি সংস্থার মাধ্যমে টাকা সরানো হয়েছে।
এবং এই ঘটনায় মূল অভিযুক্ত এবিজি শিপইয়ার্ডের কর্ণধার ঋষি আগরওয়াল এবং শান্থনম মুথুস্বামী ছাড়াও অশ্বিনী কুমার। এই বিপুল পরিমাণ ব্যাঙ্ক জালিয়াতির খবর সামনে আসতেই তদন্তে নামে সিবিআই। সিবিআই সূত্রের খবর, সংস্থার কর্ণধার এবং কয়েকজন আধিকারিক দেশ ছাড়তে পারেন। এর পরেই ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে অভিযুক্তদের ধরতে লুক আউট নোটিস জারি করেছে সিবিআই। সূত্র মারফৎ সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন দেশের যে কোনও বিমানবন্দর থেকে বিদেশে পালাতে পারেন তাঁরা। আর সেই কারণেই দেশের বিভিন্ন জায়গায় তল্লাশির পাশাপাশি বিভিন্ন বিমানবন্দরে নজরদারি চালানো হচ্ছে। তাঁরা দেশের সীমান্ত যাতে কোনও ভাবেই অতিক্রম করতে না পারেন, সেই কারণেই এই পদক্ষেপ সিবিআই আধিকারিকদের।