বাংলার খবর
৭ ঘণ্টার ম্যারাথন জেরা-পর্ব শেষ, শান্তিনিকেতন থেকে বেরোল CBI

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়লা পাচারকাণ্ডে মঙ্গলবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছয় ৮ CBI সদস্যের দল। তদন্তে বেশকিছু নতুন তথ্য সিবিআই-এর হাতে। এর আগে রুজিরা যে বয়ান দিয়েছিল তার সঙ্গে অসঙ্গতি রয়েছে। রুজিরার বিদেশি অ্যাকাউণ্ট নিয়ে এদিন জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছিল।
এদিকে টানা ৭ ঘণ্টা অভিষেক পত্নীকে ম্যারাথন জেরার পর ‘শান্তিনিকেতন’ থেকে বেরোল CBI টিম। মঙ্গলবার দু’দফায় অভিষেক-পত্নীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। রুজিরাকে জিজ্ঞাসাবাদে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।
কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে অভিষেক-পত্নীকে তলব করেছিল ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব সত্ত্বেও হাজিরা দেননি রুজিরা। তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। অতীতে অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে একবার জিজ্ঞাসাবাদ চালিয়েছিল সিবিআই। এই মামলায় ইতিমধ্যেই কয়েক বার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করে সরব হয়েছেন অভিষেক।
আরও পড়ুন: গরমের ছুটি বৃদ্ধি নিয়ে শুভেন্দুর উল্টো পথে দিলীপ ঘোষ, সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালেন
অন্যদিকে, আগামী ২৩ জুন ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচন। সেই উপলক্ষে মঙ্গলবার আগরতলায় রোড শো-এর পাশাপাশি নির্বাচনী জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী জনসভার মঞ্চ থেকেই সিবিআই-এর জিজ্ঞাসাবাদ নিয়ে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।
আরও পড়ুন: ত্রিপুরার সভা থেকেই সিবিআই নিয়ে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
এদিন অভিষেক বিজেপি কে আক্রমণ করার পাশাপাশি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘তোমাদের হাতে এজেন্সি রয়েছে, তাও এত ভয় কীসের? যতই বাধা আসুক, মাথা নত করব না। আমি যাতে আগরতলায় আসতে না পারি, তাই স্ত্রীকে সিবিআই চিঠি দিয়েছে। ঢিল মারছে, ভাবছে ধমকাবে, চমকাবে। কাঁচকলা করবে। আমাকে দুবার দিল্লিতে ডেকেছে। ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। তুমি কী করবে? তোমার সঙ্গে ইডি, সিবিআই আছে। আমার সঙ্গে আম জনতা আছে। তোমার ক্ষমতা থাকলে ছুঁয়ে দেখাও। মাথা নত করব না। আমরা ফেসবুকে, ট্যুইটারে পার্টি করি না। এক ইঞ্চি জমি ছাড়িনি। আগামী দিনেও ছাড়ব না।’