বাংলার খবর
রোজভ্যালি মামলায় শ্রেয়া পান্ডের বিরুদ্ধে ভুবনেশ্বর আদালতে চার্জশিট জমা দিল সিবিআই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সামনেই রাজ্যের ৪ কর্পোরেশন এবং বাকি সমস্ত পৌরসভার ভোট। তার আগেই আবারও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়াল রোজভ্যালি কান্ড! এবার প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। সোমবার ওড়িশার ভুবনেশ্বর আদালতে শ্রেয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই।
বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির বিরুদ্ধে তদন্তের সময় শ্রেয়ার নাম উঠে এসেছিল। শ্রেয়ার ইন্টিরিয়র ডিজাইন সংস্থার সঙ্গে রোজভ্যালির কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল বলেই অভিযোগ সিবিআইয়ের। এবং রোজভ্যালির থেকে টাকা নিয়েও বরাত পাওয়া কাজ শ্রেয়ার সংস্থা শেষ করেনি বলেও অভিযোগ উঠেছে। সিবিআই-এর দাবি এই লেনদেন সংক্রান্ত কিছু তথ্য ও প্রমাণ তাদের হাতে রয়েছে। তবে শ্রেয়া অবশ্য জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও নোটিশ পাননি বা তাঁকে এখনও কিছুই জানানো হয়নি। এর আগেও রোজভ্যালির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে পড়েছিলেন শ্রেয়া। সেই সময় শ্রেয়া ইডিকে বেশকিছু লেনদেন সংক্রান্ত তথ্য জমা দিয়েছিলেন।
সেই সময় ইডি সূত্রে জানা গিয়েছিল, রোজভ্যালির থেকে শ্রেয়া এবং তাঁর মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু’কোটি টাকা ঢুকেছিল। যদিও শ্রেয়া এবং তাঁর বাবা সাধন পান্ডে সেই লেনদেন সম্পর্কে জানাতে গিয়ে বলেছিলেন, ব্যবসায়ীক কারণেই টাকা লেনদেন হয়েছিল। মন্দারমণিতে রোজভ্যালির হোটেল এবং পার্কস্ট্রিটের একটি অফিসের ইন্টেরিয়র ডেকরেশনের জন্যই রোজভ্যালির সঙ্গে চুক্তি ও আর্থিক লেনদেন হয়েছিল শ্রেয়ার সংস্থার। শুধু রোজভ্যালি নয়, নারদ কান্ডের সময়ও জড়িয়েছিল শ্রেয়ার নাম। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জেরার সময় শ্রেয়ার নাম উঠে এসেছিল। তখন তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রেয়ার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কার কার সঙ্গে কত টাকার আর্থিক লেনদেন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তারপরে বেশকিছুদিন বিষয়টা ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু সোমবার ভুবনেশ্বরের আদালতে শ্রেয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। ঠিক ভোটের মুখেই আবার এই তৎপরতায় অনেকেই রাজনৈতিক গন্ধ পাচ্ছেন।