শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, FIR দায়ের করল CBI
Connect with us

বাংলার খবর

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, FIR দায়ের করল CBI

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: SSC মামলায় FIR দায়ের CBI-এর। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত এই মামলা মুলতুবী রাখা হয়েছে। বুধবার সন্ধে ৬’টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ অলোক সরকারকে। এছাড়াও আদালতে স্টেটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই। শিক্ষক নিয়োগের এই দুর্নীতি মামলায় প্রয়োজনে এসপি সিনহাকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

শুধু তাই নয়, এসপি সিনহাকে হাজির করার ব্যাপারে সার্ভে পার্ক থানার পদক্ষেপ করার দরকার নেই বলে জানা গিয়েছে। এই মামলায় পার্টি করা হল তৎকালীন পোগ্রাম অফিসার সমরজিত আচার্যকে। আজ সন্ধে ৬’টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে Calcutta High Court। এদিকে যখন ডাকবে তখন যাব, সবরকম সহযোগিতা করব’ আদালতে আইনজীবী মারফৎ জানালেন শান্তিপ্রসাদ সিনহা।

আরও পড়ুন: SSKM-এ ভরতি অনুব্রত, মঙ্গল কামনায় পাহাড়েশ্বর শিব মন্দিরে পুজো তৃণমূলের

Advertisement

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে SSC সহ দশটি মামলার বিচার থেকে সরে দাঁড়ান কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন।গত সোমবার SSC মামলার শুনানি হওয়ার কথা ছিল হরিশ টন্ডনের বেঞ্চে। কিন্তু তার আগেই এই মামলা থেকে সরে দাঁড়ান তিনি। তবে কেন তিনি এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন তার কারণ হিসেবে স্পষ্টভাবে কিছুই জানাননি তিনি। জানা গিয়েছে, SSC, গ্রুপ C এবং গ্রুপ D মামলা এছাড়াও নবম ও দশমের শিক্ষক নিয়োগের মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: SSC সহ ১০টি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ টন্ডন

জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি সহ দশটি মামলা থেকে সরে দাঁড়ালেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। স্কুল কমিশনের দুর্নীতি নিয়ে শান্তিপুর সিনহা সহ পাঁচজনের বিরুদ্ধে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি। শান্তি প্রসাদকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । পরে অবশ্য ডিভিশন বেঞ্চ তাঁকে রেহাই দেয়। বাকি চারজন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ এর পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। তখনই হরিশ টেন্ডনের ডিভিশন জানিয়ে দেয় ধারাই মামলা শুনবেন না।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.