মহানগর
ভোট পরবর্তী হিংসা মামলা, অনুব্রত মণ্ডলকে ফের CBI তলব

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিছুতেই মিলছে না স্বস্তি। ফের CBI তলব পড়ল অনুব্রত মণ্ডলের। ভোট পরবর্তী হিংসা মামলায় বৃহস্পতিবার বেলা ১২’টা নাগাদ সিজিও কমপ্লেক্সে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গরু পাচারকাণ্ড থেকে কয়লা দুর্নীতি। একাধিক মামলায় সিবিআই-এর খাতায় নাম রয়েছে বীরভূমের এই হেভিওয়েট নেতার। এর আগেও গত মাসের শুরু ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সেই সময়ও শারীরিক অসুস্থতার কারণে সিবিআই দফতরে হাজিরা দিতে পারেননি তিনি। তিনি যে হাজিরা দিতে পারবেন না তা আইনজীবী মারফৎ মেইল করে জানিয়ে দেন অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন: ”আমি মরিনি…”! নিজের গড়ে ফিরে স্বমহিমায় অনুব্রত মণ্ডল
জানা গিয়েছে, CBI যদি মনে করে প্রয়োজনে তাঁকে বাড়িতে এসেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। এই বিষয়ে তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়েছিলেন তিনি। যদিও অসুস্থ অনুব্রতকে সেই সময় ১ মাসের বিশ্রামে থাকতে বলেছিলেন SSKM-এর চিকিৎসকরা। আর তার মধ্যেই গরু পাচারের পর, ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁর CBI তলব নিয়ে মুখ খোলে TMC।
আরও পড়ুন: সাড়ে ৩’ঘণ্টার ম্যারাথন জেরা শেষ, SSKM-এর পথে অনুব্রত মণ্ডল
উল্লেখ্য, গোরু পাচার মামলায় নাম জড়িয়েছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের । মাস দেড়েক আগে গোরু পাচার মামলায় CBI তলবে হাজিরা দিতে যাওয়ার জন্যই বোলপুরের বাড়ি থেকে কলকাতার চিনার পার্কের বাড়িতে যান অনুব্রত। পরদিন সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে নিজাম প্যালেসে CBI দফতরে যাওয়ার পথেই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। তাঁর গাড়ি সোজা পৌঁছে যায় SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে।