বগটুই কান্ডের অন্যতম অভিযুক্ত জাহাঙ্গীর শেখ কে গ্রেপ্তার করল সি বি আই (CBI)
Connect with us

বাংলার খবর

বগটুই কান্ডের অন্যতম অভিযুক্ত জাহাঙ্গীর শেখ কে গ্রেপ্তার করল সি বি আই (CBI)

বীরভূমের বগটুই গ্রামের  (Boogtui gram)  নৃশংস গণহত্যা এবং অগ্নিসংযোগের ঘটনায় যে মূল অভিযুক্ত জাহাঙ্গীর, তাকেই দীর্ঘদিন পর গ্রেফতার করল সিবিআই (CBI)।

bogtui
Rate this post

ডিজিটাল ডেস্ক –  বীরভূমের বগটুই গ্রামের  (Boogtui gram)  নৃশংস গণহত্যা এবং অগ্নিসংযোগের ঘটনায় যে মূল অভিযুক্ত জাহাঙ্গীর, তাকেই দীর্ঘদিন পর গ্রেফতার করল সিবিআই (CBI)। ভাদু শেখের ভাই হলেন জাহাঙ্গীর শেখ আর যে কিনা অগ্নিসংযোগ এবং গণহত্যার ঘটনার পর তিনি গা ঢাকা দিয়েছিলেন ভিন্ন রাজ্যে।  বুধবার তাকে রামপুরহাট মহাকুমা আদালতে তোলা হচ্ছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য এই বছরই একুশে মার্চ রাত আটটা নাগাদ বোম মেরে খুন করা হয়েছিল বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান ভাদু শেখ কে। ভাদুর মৃত্যুর রাতেই ওই গ্রামে চলে অগ্নিসংযোগ পরের দিন বাইশে মার্চ ৭ জন কে অগ্নিদগ্ধ মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আশঙ্কা জনক অবস্থায় রামপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আরো দুজনকে যদিও তারাও মারা যায়।

Boogtui case

মর্মান্তিক ঘটনায় কলকাতা হাইকোর্টের তরফে সিবিআই কে তদন্ত ভার দেওয়া হয়। তদন্ত ভার পেয়ে সি বি আই (CBI) এর গোয়েন্দারা পৌঁছে যায় বগটূই গ্রামে (Boogtui gram) এবং তদন্ত শেষে একুশে জুন দুটি ঘটনার  চার্জশিট জমা দেওয়া হয় ,চার্জশিটে ফেরার হিসেবে দেখানো হয়েছিল অন্যতম মূল অভিযুক্ত “জাহাঙ্গীর শেখ” কে আর যাকে এতদিন পর আটক করা হয়েছে। এর আগে ও বহু সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল । তবে এখন অন্যতম অভিযুক্ত জাহাঙ্গীর সি বি আই (CBI) এর হাতে এখন দেখার বিষয় এ নৃশংস হত্যা তদন্তের নতুন কোন মোড় আসবে কিনা ।

Advertisement

আরোও পড়ুন – Namra Qadir : ইউটিউবার নমরা কাদিরের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে হানিট্র্যাপ এ ফেলে প্রায় ৮০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Continue Reading
Advertisement