দেশের খবর
বিএসএফের গুলিতে মৃত্যু গরু পাচারকারীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার ভোররাতে দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহ এলাকার পূর্ব জারিধরলা সীমান্তে ১০ থেকে ১৫ জনের একটি দুষ্কৃতী দল গরু পাচারের উদ্দেশ্যে কাঁটাতারের বেড়ার সামনে গিয়ে উপস্থিত হয়। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দুষ্কৃতীদের বাধা দেয়। এরপরই দুষ্কৃতীরা অতর্কিতভাবে এক বিএসএফ জওয়ানের উপর আক্রমণ করে।
খবর অনুযায়ী সেই বিএসএফ জাওয়ান’কে দা দিয়ে আঘাত করা হয় এবং তাঁর উর্দি ছিঁড়ে দেওয়া হয়। বাধ্য হয়ে আত্মরক্ষার তাগিদেই বিএসএফ জওয়ান প্রথমে ৩ রাউন্ড শূন্যে গুলি করে। পরে পরিস্থিতি বেগতিক হলে গুলি করতে বাধ্য হন। সূত্রের খবর অনুযায়ী, লুতফর রহমান নামে এক পাচারকারীর গায়ে গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতাল ও পরে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে তাঁর মৃত্যু হয়। এই এলাকায় ৯০ নম্বর বিএসএফের ব্যাটেলিয়ান কর্তব্যরত রয়েছেন। যদিও এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী এই ঘটনার পর কিছু গরু বাংলাদেশে পাচার হলেও বাকি গরুগুলি পাচার করতে সক্ষম হয়নি পাচারকারীরা। অন্যান্য পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।