আন্তর্জাতিক
অবাক কাণ্ড! মন দিয়ে পড়াশোনা করায় গ্রাজুয়েট হল ‘সুসি বিড়াল’

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বছরভর মন দিয়ে পড়াশোনা শেষ। বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াকে দেওয়া হল সাম্মানিক। এতদূর পড়ে আপনার মনে হতেই পারে এ-আবার নতুন কী ঘটনা! সবার ক্ষেত্রেই তো এমনটাই হয়ে থাকে।
আজ্ঞে হ্যাঁ ঠিকই ধরেছেন। পড়া শেষ করলে পড়ুয়াদের দেওয়া হয় এই সম্মান। তবে এ ক্ষেত্রে যাকে এই সম্মান দেওয়া হয়েছে তিনি আদতে কোনও ব্যক্তি পড়ুয়া নন, তিনি হলেন পুষি বিড়াল। হ্যাঁ তাকেই আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া হয়েছে এই সাম্মানিক।
View this post on Instagram
বিড়ালকে স্নাতক সাম্মানিক! কিন্তু কেন? জানা গিয়েছে, আমেরিকার অস্টিনের বাসিন্দা ফ্রান্সেসকা বোরদিয়ের করোনার কারণে গত দুই বছর বাড়িতে থেকেই অনলাইন ক্লাস করেছিলেন। ওই ছাত্রী যখন জুম কলে অনলাইনে পড়াশোনা করত তখন তাঁর সঙ্গী ছিল সুসি। এই ‘সুসি’ হল ফ্রান্সেসকার পুষি বিড়াল। যে কিনা ফ্রান্সেসকার সঙ্গে প্রতিটা জুমকলে উপস্থিত হয়ে মনযোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়া শুনত। এমনকি অনেক সময় নাকি, ফ্রান্সেসকার থেকেও বেশি মনযোগ দিয়ে সুসিই ক্লাস করত।
আরও পড়ুন: অবাক কাণ্ড! বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটল বিপত্তি
বিষয়টি জানাজানি হতেই ফ্রান্সেসকার বিশ্ববিদ্যালয় তথা আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সুসিকে স্নাতক সাম্মানিক দেয়। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও হাজির ছিল সে। অন্য পড়ুয়াদের মতোই নিয়ম মতো কালো গাউন আর চৌকো টুপি ছিল মাথায়। সকলের সঙ্গে গম্ভীর মুখে ছবিও তুলেছে সে।
আরও পড়ুন: এসপ্রেসো মেশিনের গডফাদার! অ্যাঞ্জেলো মরিওন্দোকে জন্মদিনের শ্রদ্ধা Google Doodle-এর
এই বিষয়ে সুসির মালিক ফ্রান্সেসকা জানিয়েছেন, তিনি যে ক’টি জুম ক্লাসে অংশ নিয়েছেন সবকটিতেই উপস্থিত ছিল সুসি। তাঁর কথায় ”আমরা দু’জনই টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছি।” এদিকে সুসির কাণ্ড জেনে মুগ্ধ বিড়ালপ্রেমীরা। ফ্রান্সেসকার পোস্ট দেখে পোষ্য ও মালিক দু’জনকেই অভিনন্দন জানিয়েছে নেটিজেনরা। অনেকেই আবার অপূর্ব ঘটনা। এই সংবাদ জেনে আমার দিনটা সুন্দর হয়ে গেল বলেও কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন।