দেশের খবর
চুরি করতে গিয়ে ATM-এ আগুন, পুড়ে ছাই ৪ লাখ টাকা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চুরি করতে গিয়েও শান্তি নেই! ATM মেশিন ভেঙে টাকা ছিনতাই করতে গিয়ে আগুন লেগে বিপত্তি। এটিএম মেশিনের মধ্যে বিধ্বংসী আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গেল প্রায় পৌনে ৪ লাখ টাকা।
ঘটনাটি ঘটেছে পুনের Kudalwadi এলাকার Chikhali Road-এর উপরে অবস্থিত HDFC ব্যাঙ্কের এক এটিএমে। পুলিশ জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গত ১২ জুন। এটিএম থেকে চার লাখ টাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে।
আরও পড়ুন: কে হবেন রাইসিনা হিলের উত্তরসূরি, রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে এগিয়ে গোপালকৃষ্ণ গান্ধী!
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এই ঘটনায় অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে থানায়। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: মধ্যপ্রদেশে পাখির মতো আচরণকারী ডাইনোসরের ‘অদ্ভুত’ ডিম খুঁজে পেল গবেষকরা!
সূত্রের খবর, ওই এটিএমের ভিতরে থাকা ৩.৯৮ লাখ টাকার নোট পুড়ে গিয়েছে। এবং এটিএম রুমের ভিতরের সিসিটিভি এবং আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে ব্যাঙ্ক আধিকারিকরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এফআইআর-এ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক ধারা এবং পাবলিক প্রোপার্টি আইনের ক্ষতিসাধন করা হয়েছে।