বিনোদন
আর্থিক তছরুপের অভিযোগ জনপ্রিয় অভিনেতা করণবীরের বিরুদ্ধে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ছোটপর্দায় একজন জনপ্রিয় অভিনেতা করণবীর বোহরা। এবার তাঁর বিরুদ্ধে উঠল আর্থিক তছরুপের মামলা। এমনকি হুমকির মুখেও পড়তে হয়েছে তাঁকে।
সূত্রের খবর, ৪০ বছরের এক মহিলার থেকে ১.৯৯ কোটি টাকা ধার নেওয়া হয়। এমনকি তাঁকে ২.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। যার জেরে অভিনেতা ও তাঁর স্ত্রী তেজিন্দর সিধুর বিরুদ্ধে অভিযোগ তোলেন ওই মহিলা। টাকা ফেরত চাইতেই নাকি তাঁকে গুলি করার হুমকি দিয়েছিলেন তাঁরা।
এখানেই শেষ নয়, ওই মহিলার অভিযোগ করণবীর এবং তাঁর স্ত্রী তেজিন্দর সিধুর সঙ্গে যোগাযোগ করলেও মেলেনি সাড়া। টাকা ফেরত চাইতেই নাকি তাঁকে গুলি করার হুমকি দিয়েছিলেন তাঁরা। পুরো বিষয়টিকে খতিয়ে দেখছে ওশিয়ারা পুলিশ। রেকর্ড করা হবে করণবীর ওরফে মনোজ এবং তাঁর স্ত্রীর বয়ান।
করণবীর বোহরা যার আসল নাম মনোজ বোহরা। ‘কসৌটি জিন্দেগি কে’, ‘স্বপ্নে সুহানে লড়কপন কে’, ‘কুবুল হ্যায়’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি জনপ্রিয় রিয়্যালিটি শো বিগবস, লকআপে দেখা গিয়েছে তাঁকে।