আন্তর্জাতিক
অর্থনীতির বেহাল দশা, দু’দিন লাইনে দাঁড়িয়ে পেট্রোল কিনলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অগ্নিগর্ভ শ্রীলঙ্কা। দিন যত যাচ্ছে সরকার বিরোধি স্লোগান তত বাড়চ্ছে। বিক্ষোভের আগুনে জ্বলছে লঙ্কা। ভেঙে পড়েছে দেশের অর্থনীতির কোমড়।
গদি ছেঁড়েছেন পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশজুড়ে চলা বিক্ষোভের জেরে চূড়ান্ত অরাজকতা চলছে। বেড়েই চলেছে জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দু’দিন ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রল পাম্প থেকে তেল নিতে হল শ্রীলঙ্কার ক্রিকেটারকে! তাও ১০ হাজার টাকার বিনিময়ে! বেনজির এই ঘটনায় তাজ্জব বিশ্ব।
জানা গিয়েছে, তেল কিনতে গিয়ে চরম হয়রানির শিকার হন শ্রীলঙ্কার ক্রিকেটার চামিকা করুণারত্নে (Sri Lanka Cricketer Chamika Karunaratne)। অনুশীলনে যাওয়ার জন্য গাড়ি পর্যাপ্ত পেট্রল ফুরিয়ে যেতেই বিপাকে পড়েন তিনি। টানা দু’দিন ধরে পেট্রল পাম্পের সামনে তেল ভরার জন্য অপেক্ষা করতে হয়। তারপর যা পেট্রল মিলল, তার মূল্য ১০ হাজার টাকা। শুনে চক্ষু চড়কগাছ সকলেরই।
আরও পড়ুন: লঙ্কায় অগ্নিমূল্য আলু, আনাজ থেকে জ্বালানি দামের ঠেলায় নাভিশ্বাস!
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে চামিকা করুণারত্নে বলেন, “এই মুহূর্তে ক্লাব ক্রিকেটের মরশুম চলছে। কলম্বোতে অনুশীলনের জন্য যেতে হচ্ছে আমাদের। কিন্তু, পেট্রল ফুরিয়ে যাওয়ায় ভয়ংকর বিপদ ঘনিয়ে আসে। টানা দু’দিন পেট্রলের জন্য হত্যে দিয়ে পড়ে থাকতে হয়েছে পাম্পে। তারপর ১০ হাজার টাকা দিয়ে পেট্রল কিনতে হল। কিন্তু, সেটি তিনদিনের বেশি চলবে না”।
#WATCH | Sri Lankan cricketer Chamika Karunaratne speaks to ANI; says, "We've to go for practices in Colombo&to different other places as club cricket season is on but I've been standing in queue for fuel for past 2 days. I got it filled for Rs 10,000 which will last 2-3 days…" pic.twitter.com/MkLyPQSNbZ
— ANI (@ANI) July 16, 2022
জ্বালানির ঘাটতির (Sri Lanka Fuel Crisis) জেরে শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধ হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে শ্রীলঙ্কার ওই উঠতি ক্রিকেটার বলেন, “বর্তমান সরকার দেশকে এই অরাজগতার হাত থেকে বাঁচাতে পারবে কিনা, তার কোনও ধারণা নেই। কিন্তু, সঠিক কোনও নেতা দায়িত্ব নিলে এই পরিস্থিতির সমাধান সম্ভব। দেশের জনগণকেই এই সঠিক নেতাকে বেছে নিতে হবে।”
প্রসঙ্গত, শ্রীলঙ্কায় পেট্রোল ৫৫০ রুপি লিটার প্রতি। আলুর দাম ৪৩০ রুপি কেজি প্রতি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া দামে কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তবুও কিছু করার নেই। পেটের জ্বালা মেটাতে চড়া দামে সবকিছুই কিনতে হচ্ছে।
আরও পড়ুন: Breaking News: শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে
এমনকি জ্বালানি সঙ্কট ঠেকাতে বেঁধে দেওয়া হয়েছে ফুয়েল পাস। শ্রীলঙ্কার সুপার মার্কেটগুলিতে ক্রমেই কমছে খাবার। দেশে জ্বালানি সঙ্কট মেটাতে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক রাশিয়া। শুধু তাই নয়, রাজধানী কলম্বোয় তুঙ্গে খাবার-ওষুধের আকাল।