আগামী চার সপ্তাহ গ্রেফতার করা যাবে না, হাইকোর্টের রক্ষাকবচ পেয়েই তারাপীঠে মহাযজ্ঞ করলেন অনুব্রত মণ্ডল!
Connect with us

বাংলার খবর

আগামী চার সপ্তাহ গ্রেফতার করা যাবে না, হাইকোর্টের রক্ষাকবচ পেয়েই তারাপীঠে মহাযজ্ঞ করলেন অনুব্রত মণ্ডল!

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভোট-পরবর্তী হিংসা মামলায় আপাতত স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল। গত বিধানসভা ভোটের পর বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের মামলায় জড়িয়ে যান বীরভূম জেলা তৃণমূল সভাপতির নাম।

তারপরে তাঁকে জেরার জন্য একাধিকবার নোটিশ পাঠায় সিবিআই। কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান অনুব্রত। এই মামলায় গ্রেফতার এড়াতে রক্ষাকবচ চেয়ে গত বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলাতেই আপাতত রক্ষাকবচ পেলেন বীরভূমের এই তৃণমূল নেতা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চে পরিষ্কার জানিয়ে দিয়েছে, আগামী চার সপ্তাহে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নিতে পারবে না সিবিআই। এমনকি গ্রেফতারও করা যাবে না তা তাঁকে। পাশাপাশি অনুব্রত মণ্ডলকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত। তবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত যেমন চলছে তেমনই চলবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

একই সঙ্গে আদালত জানিয়েছে, অনুব্রত মণ্ডল প্রধান অভিযুক্ত নন। তাঁর নাম এফআইআরে নেই। তবে তাঁকে বোলপুর বা দুর্গাপুরে ডেকে জিজ্ঞাসা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী জানান, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার কোনও প্রশ্ন নেই। তবে সমন পাঠালে তাঁকে আসতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। স্বাস্থ্যের যে কারণ দেখিয়ে অনুব্রত মণ্ডল হাজিরা এড়িয়ে যাচ্ছেন, তা সম্পূর্ণ মিথ্যা এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বোলপুরে ডাকা হয়নি বলেও এদিন আদালতে দাবি করেছেন সিবিআইয়ের আইনজীবী। অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, তাঁর মক্কেলের হাই ব্লাড সুগার, কিডনি এবং সিওপিডির সমস্যা আছে। সেই সমস্যার কথা জানানোর পরও বোলপুরের বাইরে প্রায় ৫৪ কিমি দূরে দুর্গাপুরে ডেকে পাঠানো হয় তাঁকে।

Advertisement

অনুব্রতর আইনজীবী বলেন, গত ১৪ জানুয়ারির পর ১৫ জানুয়ারি ১৬০ ধারায় নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশের উত্তর দেওয়ার পরও ৩১ জানুয়ারি নোটিশ পাঠায় সিবিআই। তাই সাক্ষী হিসেবে ডাকা হলেও তাঁকে গ্রেফতার করা হতে পারে। তাই রক্ষাকবচ দিলে অনুব্রত মন্ডল দুর্গাপুরে হাজিরা দিতে যেতে রাজি। তখনই সিবিআইয়ের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু দাবি করেন, অনুব্রত মন্ডলকে অভিযুক্ত হিসেবে ডাকা হচ্ছে না। সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে। উনি শর্তসাপেক্ষে দুর্গাপুরে যেতে রাজি। তাহলে উনি শরীর খারাপের যে যুক্তি দিচ্ছেন তা সম্পূর্ণ মিথ্যা।

বৃহস্পতিবার সকাল ১১টায় সিবিআই এর কাছে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু সেই সময় অতিবাহিত হয়ে যাওয়ায় আবারও নতুন করে সিবিআইকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের এই রক্ষাকবচ পেয়েই তারাপীঠে পুজো দিয়ে মহাযজ্ঞ করলে অনুব্রত মণ্ডল। বেলা ১২টা থেকে শুরু হয় যজ্ঞ। ৩৩১ কেজি বেল কাঠ এবং ৬০ কেজি ঘি দিয়ে ঢোল, করতাল, খোল সহযোগে হয় যজ্ঞ। যজ্ঞ শেষে ভোগ নিবেদন, দরিদ্র-নারায়ণ সেবাও করলেন বীরভূমের তৃণমূল নেতা।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.